শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারের টেকনাফে তিনটি বস্তা থেকে মিলল ৩ লাখ ১০ হাজার পিচ ইয়াবা

ফরহাদ আমিন, কক্সবাজার প্রতিনিধি: [২] বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা ইউপি দমদমিয়া কেয়ারি ঘাট নাফনদী সংলগ্ন এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি।
[৩] টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেছেন।এসময় উপস্থিত ছিলেন ২ বিজিবি ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রুবায়াৎ কবীর, অপারেশন কর্মকর্তা মেজর মোঃ রাহুল আসাদ।

[৪] বিজিবি অধিনায়ক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে হ্নীলা ইউপি দমদমিয়া কেয়ারি ঘাট নাফনদী সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযানে গেলে ৩ জন ইয়াবা পাচারকারী জালিয়ার দ্বীপ হতে সাঁতরে এসে কেয়ারি ঘাট সংলগ্ন নদীর কিনারায় উঠতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

[৫] পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সাথে তাকা তিনটি প্লাষ্টিকের বস্তা নদীর কিনারায় ফেলে অন্ধকারের সুযোগে পাহাড়ের জঙ্গলে দিকে পালিয়ে যায়।

[৬] পরে ফেলে যাওয়া প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি ৩০ লাখ টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তী উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়