শাহীন খন্দকার : [২] বৃহস্পতিবার মহাখালী বক্ষব্যাধি হাসপালের রোগির অভিবাবক মোহম্মদ খোকন জানালেন, এই হাসপাতালের রোগীরা বাধ্য হয়ে চিকিৎসার জন্য গণপরিবহনেই বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে এখন।
[৩] অপর রোগীর অভিভাবক সাইফুল ইসলাম বলেন, যেহেতু করোনা কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ সর্দি, জ্বর কাশি, গলাব্যাথা আর এসব রোগীদের বের করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
[৪] একদিকে বলা হচ্ছে, আপনি সচেতন হোন, আরেক দিকে আমরা ইয়ারর্পোট খোলা রাখছি। এটা কেমন সর্তকর্তা প্রশ্ন করে আরও বলেন, আক্রান্ত দেশ থেকে যারা আসছেন, তাদের সংখ্যার থেকে কোটি কোটি মানুষের জীবন এখন আশঙ্কার মধ্যে পড়েছে।
[৫] এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এর চেষ্টা করা হলে দারওয়ান ভিতরে প্রবেশ করতে দেন না। সম্পাদনা : তিমির চক্রবর্ত্তী