শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে আইসিসির নিলামে বিড করবে বিসিবি

রাকিব উদ্দীন : [২] বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নতুন নিয়ম অনুযায়ী আগামী ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত যেসব আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে সবগুলো হবে নিলাম পদ্ধতিতে। এই আট বছরে আয়োজন করা হবে দুটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ।

[৩] এদিকে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করায় এবার আর সেদিকে ঝুঁকছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে অন্তত দশটি ভেন্যু লাগে। সেই অবকাঠামো নেই বিসিবির। তাই এবার তাদের আগ্রহের কেন্দ্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, তারা ইতোমধ্যে বিড প্রক্রিয়ায় আবেদন করেছেন। তাদের লক্ষ্য বড় দুটি টুর্নামেন্টের আয়োজক হওয়া।

[৪] সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো দুটি বড় ইভেন্ট পেতে। আমরা ওয়ানডে বিশ্বকাপের দিকে ঝুঁকব না। কারণ ওয়ানডে বিশ্বকাপ করতে হলে অন্তত ১০টি ভেন্যু লাগে। ওই পরিমাণ অবকাঠামো আমাদের নেই।’

[৫] ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত সবগুলো টুর্নামেন্টের খসড়া তৈরি করেছে আইসিসি। এই আট বছরে নারী, পুরুষ এবং অনূর্ধ্ব-১৯ দলের মোট ২৮টি টুর্নামেন্ট হবে। এর মধ্যে ছেলেদের আটটি, মেয়েদের আটটি এবং অনূর্ধ্ব-১৯ ছেলে ও মেয়েদের আটটি টুর্নামেন্ট হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়