শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একের পর এক ফ্লাইট বন্ধ, দিশেহারা দেশী এয়ারলাইনসগুলো

ডেস্ক রিপোর্ট : [২] নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্থগিত হচ্ছে ফ্লাইট চলাচল। দেশীয় এয়ারলাইনসগুলোর জন্য মধ্যপ্রাচ্যের লাভজনক রুটগুলো একে একে বন্ধ হয়েছে। এমনকি বন্ধ হয়ে গেছে মালয়েশিয়া ও ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলও। অন্যদিকে যাত্রী না থাকায় অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট সংখ্যা কমাতে বাধ্য হচ্ছে এয়ারলাইনসগুলো। এ অবস্থায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্ধারিত চার্জ মওকুফসহ সরকারি সহায়তার আশা করছে এয়ারলাইনসগুলো। বণিক বার্তা

[৩] খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোয় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকায় ক্রমেই ছোট হয়ে আসছে এয়ারলাইনসগুলোর রুট। ফ্লাইট শিডিউল কাট-ছাঁট ও ওমরাহ হজ বন্ধ হওয়ায় বিপুল ক্ষতি গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে। প্রবাসী শ্রমিক ও হজকেন্দ্রিক যাতায়াতকে ঘিরে মধ্যপ্রাচ্যের রুটই দেশের এয়ারলাইনসগুলোর সবচেয়ে লাভজনক গন্তব্য। মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব ও কুয়েত করোনাভাইরাসের কারণে বিমান চলাচল স্থগিত রাখায় এ রুটে ফ্লাইট বন্ধ হয়ে গেছে দেশী সব এয়ারলাইনস সংস্থার। কলকাতা, দিল্লি, চেন্নাই রুটও বন্ধ। আজ (বুধবার) থেকে বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়া রুটের ফ্লাইটও। এ অবস্থায় এয়ারলাইনসগুলো দৈনন্দিন ব্যয় সামলাতেই হিমশিম খাচ্ছে।

[৪] বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে এখন চালু আছে সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, ম্যানচেস্টার, দুবাই ও আবুধাবির ফ্লাইট। বন্ধ হওয়া ১১টি গন্তব্যে সাপ্তাহিক অন্তত ১৬৪টি ফ্লাইট পরিচালনা করত বিমান। অন্যদিকে অভ্যন্তরীণ তিনটি রুটে ২০টি ফ্লাইট কমিয়ে আনা হয়েছে। যাত্রী কমে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তিনটি অভ্যন্তরীণ রুট।

[৫] বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন এ প্রসঙ্গে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি যাত্রী কম থাকায় অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও কমিয়ে আনতে হচ্ছে। তিনি বলেন, বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, সেটি সম্পূর্ণরূপে অনির্দিষ্ট। পরিস্থিতির উন্নতি ছাড়া এখানে আর কোনো বিকল্প নেই।

[৬] প্রসঙ্গত, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে গত ২৭ ফেব্রুয়ারি বিদেশীদের ওমরাহ পালনে স্থগিতাদেশ দেয় সৌদি আরব। ফলে প্রায় ১০ হাজার বাংলাদেশী ওমরাহর জন্য ভিসা করেও যেতে পারেননি। পরবর্তী সময়ে ১ মার্চ সৌদির ধর্ম মন্ত্রণালয় ভিসা ফি ফেরত দেয়ার ঘোষণা দেয়। তবে ওমরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছে এ রুটে ফ্লাইট পরিচালনা করা এয়ারলাইনসগুলো। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস ও এয়ার অ্যারাবিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৭] বেসরকারি এয়ারলাইনসগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের বন্ধ হওয়া চারটি রুটে ৩৪টি ফ্লাইট চলাচল করত। চায়না গোয়াংজুতেও ফ্লাইট কমেছে আটটি। আজ (বুধবার) থেকে বন্ধ হয়ে যাচ্ছে কুয়ালালামপুর রুটের সাপ্তাহিক সাতটি ফ্লাইট। নভোএয়ারের ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট চলত, তা এখন বন্ধ। আর চারটি আন্তর্জাতিক রুটের মধ্যে কলকাতা, দোহা ও কুয়ালালামপুরের ফ্লাইট বন্ধ করতে হয়েছে রিজেন্ট এয়ারওয়েজকে।

[৮] ইউএস-বাংলা এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, আমাদের যে চার্জগুলো আছে; বর্তমান সময়ের প্রেক্ষাপটে সরকার যদি সে চার্জগুলো মওকুফ করে, তবে এয়ারলাইনসের পক্ষে এ মুহূর্তে সাসটেইন করা সম্ভব হবে। পরিস্থিতি যদি আর কিছুদিন এভাবে চলে, তাহলে বিমান সংস্থাগুলোর বড় ধরনের ক্ষতি মোকাবেলা করতে হবে।

[৯] রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী ইমরান আসিফ জানান, ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা এবং যাত্রী কমে যাওয়ায় বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল করতে হয়েছে। তিনি বলেন, আপাতত পরিস্থিতি মোকাবেলা করা হলেও এটি যদি দীর্ঘায়িত হয়, তবে দেশীয় এয়ারলাইনসগুলোর পক্ষে টিকে থাকা কঠিন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়