শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন ব্যাংকের নামীয় সিল, ১৯টি ডেভিট কার্ডসহ কমলগঞ্জে আটক -১

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন মূল্যমাণের রাজস্ব ও জাল স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের সিল ও ব্যবহৃত ১৯টি ডেভিট কাডসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
[২] বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটায় শমশেরনগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন রহিম ম্যানশনের সামন থেকে পুলিশ এ ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চিন্তাপুর গ্রামের আলী আহমদের ছেলে কামাল আহমেদ (৩৫)।

[৩] শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আড়াইটায় শমশেরনগর রহিম ম্যানশনের সামন থেকে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, এ এস আই শওকত মাহফুজ ও এ এস আই হাকিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল কামাল উদ্দীনকে আটক করে। আটকের পর তার ব্যবহৃত ব্যাগ থেকে ১০ টাকা ও ১০০ টাকা মূল্যমানের জাল বেশ কিছু রাজস্ব স্ট্যাম্প, ৫০ টাকা মূল্যমাণের ৩০টি স্ট্যাম্প ও ১০০ টাকা মূল্যমাণের ১০৮টি জাল স্ট্যাম্প, ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের ১৯টি ডেভিট কার্ড, ব্যাংক চালান, বিভিন্ন ব্যাংক শাখার নামীয় ৬০ টি রাভার স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের ৪টি চেক বই ও ১০টি কার্টিজ পেপার উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৩ লাখ টাকা মূল্যমাণের জার স্ট্যাম্প উদ্ধার করা হয়।

এ ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান শমশেরনগর পুলিশ ফাঁড়িতে এসে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। সম্ভবত সে কম দামে এসব স্ট্যাম্প ক্রেতাদের কাছে বিক্রি করে থাকে। আটক কামালকে আরও জিজ্ঞাসাবাদ শেষে রাতে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হবে ও আইনানুগ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে পরিদর্শক অরুপ কুমার জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়