শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত

এস এম সালাউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম): [২]  আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আবদুল নুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পত্রিত কোরআন তেলওয়াত পাঠ করেন এনামুল হক নাবিদ। পরে বঙ্গবন্ধুর মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবদুর নুর। দোয়া মাহফিলে শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের সভাপতি আবদুল নুর চৌধুরী তার বক্তব্যে বলেন, এই দেশের বৈষম্য দূরীকরণে পাকিস্তানের শোষণ ও শাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছেন। এদেশের গরীব দু:খী মেহনতী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা, শোষণমুক্ত, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল বন্ধুবন্ধু। কিন্তু যারা বঙ্গবন্ধুর সাইনবোর্ড বিক্রি করে স্বীয় স্বার্থ চরিতার্থ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শোষণ ও দুর্নীমুক্ত সুখী সমৃদ্ধশালী সমাজ গড়ার আহবান জানান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারা প্রেস ক্লাবের সাংগঠনি সাম্পাদক এস এম সালাহ্ উদ্দীন, অর্থ সম্পাদক বদরুল হক,সদস্য ইমরানুল হক চৌধুরী, ওসমান গণি, ওমর ফারুক, এনামুল হক নাবিদ, ফরহাদুল ইসলাম,জাবেদুল ইসলাম, হাসান ইমরান, কেএম হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়