শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী কয়েক মাসের সব কর্মসূচি বাতিল করেছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ

ইয়াসিন আরাফাত : [২] করোনা ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, পরিকল্পনার চেয়ে এক সপ্তাহ আগে ১৯ মার্চ উইন্ডসর ক্যাসেলে চলে যাবেন রানি। ইস্টারের সময় সেখানেই কাটাবেন তিনি। তবে ইস্টারের পরেও সেখানে অবস্থান করবেন তিনি। বিবিসি, ডেইলি মেইল ইউকে, লন্ডন টাইমস

[৩] ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আবাসিক চিকিৎসক ও সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী কয়েক মাসে রানি, এবং রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত বহু মানুষের উপস্থিত থাকার কথা এমন বেশ কয়েকটি আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে’।

[৪] সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে অনুষ্ঠিতব্য বার্ষিক গুড ফ্রাইডের অনুষ্ঠান ও মে মাসে বাকিংহাম প্যালেসে রানির আয়োজিত তিনটি গার্ডেন পার্টি বাতিল করা হয়েছে। এসব পার্টিতে আমন্ত্রণ পাওয়া অতিথিদের আগামী ২০২১ সালের অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর পূর্বনির্ধারিত সফরেও পরিবর্তন আনা হয়েছে।

[৫] আগামী মাসে ৯৪ বছর বয়স হতে যাচ্ছে ব্রিটিশ রানির। আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি পার্টি ও ইস্টার সংশ্লিষ্ট আয়োজনের কথা ছিল তার। চিকিৎসক ও ব্রিটিশ সরকারের পরামর্শে এখন তিনি দক্ষিণ-পূর্ব লন্ডনের উইন্ডসর ক্যাসেলে ঘরের মধ্যে অবস্থান করবেন।

[৫] নিয়মিত সাক্ষাৎপ্রার্থীদের মধ্যে শুধুমাত্র যৌক্তিক কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রানীর সঙ্গে দেখা করা চালিয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটেনের রাজপরিবারের মুখপাত্র।

[৬] যুক্তরাজ্যে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট দুই হাজার ৬২৬ জন। মারা গেছে মোট ৭১ জন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে বয়স্ক মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়