শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখার আছে করোনা থেকেও

 

লুৎফর রহমান হিমেল: নানা যখন বেঁচে ছিলেন, সেই নব্বইয়ের দশকে, কোনো সিনেমা দেখে এলেই আমার নানা বলতেন, সিনেমা তো দেখলি। সিনেমা দেখে কী শিখলি? আমি বুঝতাম না নানার ওই কথার মানে। সিনেমা থেকে শেখার কী আছে? আনন্দ করতে গেছি, মজা করেছি, এই তো। তখন বুঝিনি নানা কথার মানে। এখন বুঝি। প্রত্যেকটি সিনেমায় নানা শিক্ষণীয় বিষয় থাকে। সেই শিক্ষণটাই ছড়িয়ে দিতে চান সিনেমার স্ক্রিনপ্লে রাইটার, পরিচালক ও সংশ্লিষ্ট অন্যরা। শুধু সিনেমাই নয়, সব কিছু থেকেই শিক্ষা নেওয়ার আছে। মৌমাছি যদি অখাদ্য থেকেও মধু সংগ্রহ করতে পারে, তাহলে শিক্ষাটাও আসতে পারে যেকোনো তিক্ত-তুচ্ছ বিষয় থেকেও। মূলত পৃথিবীর যেকোনো ঘটনা থেকেই শিক্ষা নেওয়া যায়। সব কিছুতেই শিক্ষা বিল্টইন করে দেওয়া আছে। এই যেমন আজকের এই বিশ্বদুর্যোগ করোনাভাইরাস থেকেও শেখা যায়। মহামারী এখন গোটাবিশ্বকে যে এক করে দিয়েছে, এটিও তো একটি শিক্ষা। এখানে শত্রু-মিত্র সব দেশ একাকার। ৮৮’র বন্যার সময় দেখেছি, সাপ-ব্যাঙ গাছের একডালে বসে আছে। দুজনের পরিচয় আর খাদ্য-খাদক নয়, তাদের দুজনেরই পরিচয় তখন দুনিয়ার নিরাশ্রয়ী প্রাণী হিসেবে। কিউবা আশ্রয় দিয়েছে সাগরে ৬০০ যাত্রী নিয়ে নিরাশ্রয়ী হয়ে ঘুরতে থাকা ব্রিটিশ জাহাজ এমএস ব্রামারকে। অথচ কিউবার উপর ব্রিটিশরা অবরোধ জারি রেখেছে এখনো। ওই জাহাজটিকে অন্য কোনো দেশ আশ্রয় দিতে চায়নি, কারণ তাতে আছে পাঁচজন করোনা রোগী।

ভারতের প্রস্তাবে একসঙ্গে কাজ করার কথায় সম্মত হয়েছে চিরশত্রু পাকিস্তান। করোনার পর এ রকম অসংখ্য ঘটনার জন্ম হয়েছে পৃথিবীতে। প্রতিদিনই ঘটে চলছে। এই ক’মাস আগেও মানুষ তারার মতো ছুটছিলো। তাদের দম নেওয়ার ফুরসৎ নেই। এখন তারা থেমে আছে। যার যার ঘরে বসে অনির্দিষ্টকালের জন্য ছুটি কাটাচ্ছে। করোনাভাইরাসের চিকিৎসা নেই। যদি থাকতো, ধনীরা হয়ত ৫-১০ লাখ টাকায় ভ্যাকসিন কিনে শরীরে পুশ করে রাস্তায় বেরিয়ে পড়তো। সেই ভ্যাকসিন নেই বলে তারা এখন ঘরের কোণায় আশ্রয় নিয়েছে। কারও সঙ্গে হাত মেলাচ্ছে না তারা। যতো বেশি যার বয়স, ততোই বেশি তার ভীতি এখন। টাকা এখন স্রেফ কাগজে পরিণত হয়েছে তাদের কাছে। এটাও কী কম বড় শিক্ষা? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়