শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা সতর্ক থাকবো কিন্তু আতঙ্ক ছড়াবো না

 

মির্জা ইয়হিয়া: দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের জন্য এই সিদ্ধান্তের কথা জানতে পারলাম। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের পাশাপাশি আমেরিকার খবরও রাখতে হচ্ছে আমাকে। সেখানে আমার ছেলেমেয়ে থাকে বলে। একইভাবে তারা দুজন দেশের বাবা-মাকে নিয়েও উদ্বিগ্ন। করোনাভাইরাস কঠিন সময় তৈরি করেছে পৃথিবীতে। অন্যান্য সময়ে যেসব বিপজ্জনক ঘটনা ঘটেছে সেখানে হয়তো কিছু দেশ বিপদে আবার কিছু দেশ ভালো থাকে। এমনকি বিশ্বযুদ্ধের সময়ও সরাসরি সংঘাত সব দেশে ছড়িয়ে পড়েনি। কিন্তু করোনাভাইরাস এমন একটি ব্যাধি যা সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তাই বিদেশে থাকা আত্মীয়-স্বজনকে নিয়েও স্বস্তিতে থাকার সুযোগ পাওয়া যাচ্ছে না। বিশাল এই সমস্যায় আমার ছেলেমেয়ের পাশাপাশি পৃথিবীর সবার জন্যই প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে। করোনাভাইরাস যাতে দ্রুতগতিতে বিদায় নেয়। এর জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জনবহুল স্থান পরিহার করতে হবে। তার জন্য দরকার ছাড়া বাসার বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে মাস্ক পরতে হবে। সাবান দিয়ে নিয়মিত হাত ধৌত করতে হবে। যেখানে-সেখানে হাঁচিকাশি দেওয়া যাবে না, থুথু ফেলা যাবে না। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যান্ডশেক করা বন্ধ করতে হবে।

আরও একটি বিষয়ে বলতে চাই, আমরা সতর্ক থাকবো, কিন্তু আতঙ্ক ছড়াবো না। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার লক্ষণ দেখা যায়। এটা কোনোভাবেই কাম্য নয়। সরকারের প্রতিও আহ্বান থাকবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভালো বিষয় হচ্ছে আমাদের দেশে স্কুল-কলেজের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সিনেমা হল। ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। আমি আশাবাদী মানুষ। আবারও সবার মঙ্গল কামনা করছি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়