শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা প্রস্তুতিতে জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী, বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ

প্রিয় ডটকম : নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্য উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার, ১৯ মার্চ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভাষণে করোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও দেশবাসীকে সবিস্তার জানাতে পারেন তিনি।

এর আগে করোনা সংক্রমণ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় ভারতের প্রস্তুতি আরও বৃদ্ধি করার নানা পন্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

করোনাভাইরাস রুখতে ব্যক্তি, স্থানীয় গোষ্ঠী এবং সংগঠনগুলিকে সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়ে এই বৈঠকে বিশেষ জোর দিয়েছেন নমো। পাশাপাশি এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে আগামীদিনে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তার রূপরেখা স্থির করতে সরকারি আধিকারিক এবং কৌশলগত বিশেষজ্ঞদের এগিয়ে আসার আবেদন করেছেন তিনি। বুধবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুসারে, মোট ১৫১ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন। এদিনই রাজস্থানে জারি হয়েছে ১৪৪ ধারা। গোটা রাজ্যে ৪ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

করোনা সতর্কতায় দশম ও দ্বাদশ শ্রেণি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আগামী ১৯ থেকে ৩১ মার্চর মধ্যে যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল সেগুলিকে আপাতত স্থগিত রাখা হল। ৩১ মার্চের পর নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হবে। দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতা হিসেবে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই সঠিক বলে মনে করছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এ দিন একাধিক শিক্ষা নিয়ামক সংস্থার সঙ্গে বৈঠক করে কেন্দ্র। তার পরেই CBSE-র বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন JEE মেইন পরীক্ষাও পিছিয়ে দেওয়ার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র কাছে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়