শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে রাজশাহীতে হাম-রুবেলা টিকা বন্ধ

মুসবা তিন্নি: [২] বুধবার সকালে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বিষয়টি সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, করোনাভাইরাসের কারণে সারা দেশে হাম-রুবেলার টিকা দেয়ার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। সেই নির্দেশ মোতাবেক রাজশাহীতেও হাম-রুবেলার টিকার কার্যক্রম স্থগিত করা হয়েছে। যদিও আগামি ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এ টিকাদান কর্মসূচি পালন করার কথা ছিলো।

[৪] প্রসঙ্গত, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩ কোটি ৪০ লাখ শিশুকে এই টিকা দেয়ার কথা ছিল। এর আগে গত রোববার রাসিক ও সিভিল সার্জন অফিসে সংবাদিকদের নিয়ে হাম-রুবেলার বিষয়ে অবহিত করা হয়।

[৫] এমআর ক্যাম্পেইন স্কুল পর্যায়ে এবং ২য় ও ৩য় সপ্তাহে ২৮ মার্চ হতে ১১ এপ্রিল-২০২০ পর্যন্ত মাঠপর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে। টিকাদান কেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান, নিয়মিত টিকাদান কেন্দ্র, স্থায়ী টিকাদান কেন্দ্র, অতিরিক্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ টিকাদান কেন্দ্রসহ এ কার্যক্রম পরিচালিত হবে। নগরীতে এমআর ক্যাম্পেইনে ৯২ হাজার ১৫৪ জন শিশুকে এই টিকা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়