শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসার বিজ্ঞানীর চাঞ্চল্যকর তথ্য, মহাকাশ থেকে এসেছে করোনাভাইরাস

জেরিন আহমেদ: [২] এবার চ্যাঞ্চল্যকর তথ্য দিলেন নাসার একজন অ্যাস্ট্রোবায়োলজিস্ট। তার দাবি চীন কিংবা যুক্তরাষ্ট্র নয় কোভিড-১৯ ভাইরাস এসেছে মহাকাশ থেকে। একটা ধুমকেতুর সাহায্যে এটা পৃথিবীতে এসেছে। নাসার অ্যাস্ট্রোবায়োলজি ইনস্টিটিউটের আরেকজন মহাজাগতিক বিশেষজ্ঞ গ্রাহাম লাউ বলেছেন, বিক্রমাসিংহে দাবি করলেও এর স্বপক্ষে তিনি এখনও এমন কোনো প্রমাণ সরবরাহ করেননি যা ভাইরাসগুলি মহাকাশ থেকে এসেছে এমন প্রমাণ পাওয়া যায়। সঠিক তথ্য-প্রমাণ ছাড়া আমরা এটাকে সঠিক বলে মানতে পারি না। বিজনেস টাইম

[৩] কোভিড-১৯ বা করোনাভাইরাস বিশ্বজুড়ে মহাবিপর্যয় সৃষ্টি করেছে। এরই মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৮ হাজার। আশ্চর্য ক্ষমতাধর এই ভাইরাসের উৎপত্তি সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য বয়ে যাচ্ছে। তবে সর্বশেষ শেষ নাসার বিজ্ঞানী যে দাবি করল্নে সেটা আসলেই চমকে যাওয়ার মতো। তার দাবি, মহামারি করোনাভাইরাসের সৃষ্টি হয়েছিল মহাকাশে, সেখান থেকেই ধুমকেতুর সাহায্যে এটা পৃথিবীতে এসেছে। সূত্র: বার্তানিউজ

[৪] করোনভাইরাসটির উৎপত্তি যে মহাকাশ থেকে, এই ধারণা প্রথম দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী চন্দ্র বিক্রমাসিংহে। যিনি জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত ধারণাগুলির জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। [৫] বিক্রমাসিংহের মতে, করোনাভাইরাস মূলত মহাকাশের একটি ভাইরাস। একটি ধূমকেতুর সাহায্যে এটা পৃথিবীতে এসেছে। গত বছরের অক্টোবরে চীনে আগুনের বলের মতো একটি ধুমকেতু আঘাত হানে। তাতেই ছিল এই কোভিড-১৯ ভাইরাস। যা পরবর্তীতে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে। কালের কণ্ঠ

[৬] তবে বিক্রমাসিংহের এই দাবিকে অন্য বিজ্ঞানীরা সিউডোসায়েন্স বা 'খারাপ বিজ্ঞান' বলে চিহ্নিত করেছেন। তার দাবির সত্যতার বিষয়ে একটি বড় সমস্যা হল, এতে এই ধারণা দেয় যে, ভাইরাসগুলি মহাজাগতিক কঠিন বিকিরণ থেকে বাঁচতে সক্ষম হয়েছিল। ভাইরাসগুলি মহাকাশ জুড়ে তার বিস্তার বাদ দিয়ে কেন কোন বস্তুর উপর ভর করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো সে প্রশ্নের উত্তর নেই। সূত্র- ইন্টারন্যাশনাল বিজনেস টাইম, কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়