শিরোনাম

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদল বিশেষজ্ঞ বলছেন কোভিড-১৯ যার একবার হয়েছে তার দ্বিতীয়বার হবে না, অন্যদল বলছে হওয়ার সম্ভাবনা রয়েছে

দেবদুলাল মুন্না : [২] করোনাভাইরাস কারও একবার হলে দ্বিতীয়বার হবে কি না এ বিষয়ে গত সোমবার যুক্তরাজ্য সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স ও বরিস জনসনের প্রধান চিকিৎসক ক্রিস হুইটি গার্ডিয়ানকে বলেছেন, ভাইরাস একবার যাদের আক্রমণ করে, তাদের কিছুটা সংক্রমণরোধী ক্ষমতা তৈরি হয়।

[৩] দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত মাসে জাপানের কর্তৃপক্ষ এক রোগীর করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর আবার ভাইরাস সংক্রমণের লক্ষণ জানালে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়।

[৪] যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির ভাইরোলজি বিশেষজ্ঞ মার্ক হ্যারিস বলেন, জাপানের ওই ঘটনার ক্ষেত্রে পুনরায় রোগ সংক্রমণের ঘটনাটির মতো ঘটনা খুবই কম ঘটে। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রাণীর (বাদুড়) করোনাভাইরাসের ক্ষেত্রে ক্রমাগত সংক্রমণের কিছু প্রমাণ রয়েছে।

[৫] ব্রাইটন এবং সাসেক্স মেডিকেল স্কুলের সংক্রামক রোগের ইমেরিটাস অধ্যাপক জন কোহেন বলেন ‘করোনাভাইরাস দুবার হবে কিনা এ নিয়ে এখনও গবেষণা শেষ হয়নি। কারণ, আমরা এখন পর্যন্ত সংক্রমণের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি পরীক্ষা করে দেখিনি। তবে আমরা শিগগিরই তা পরীক্ষা করে দেখব।’

[৬] তবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ট্রিসেস ভাইরোলজি বিশেষজ্ঞ সিএনএনকে বলেন, একবার কেউ সংক্রমিত হলে তারা সাধারণত প্রতিরোধী হয়ে ওঠে এবং পরে আর তাদের সংক্রমণ ঘটে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়