শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে ইমরানের কোনও ভূমিকা নেই, জাতি প্রতারণার স্বীকার: বললেন পাক নেতারা

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের মুসলিম লীগের মুখপাত্র মারিয়াম এবং নাগজিব বলেছেন, ইমরান খান সবসময় জতির সঙ্গে মিথ্যা, মিথ্যা এবং শুধু মিথ্যাই বলেছেন। সবসময় শুধু প্রতারণাই করেছেন। ইমরান খানের বক্তব্য থেকে এটা স্পষ্ট হয় যে, পাকিস্তানের সাধারণ মানুষের জন্য ইমরানের কোনও চিন্তা নেই। ডেইলি পাকিস্তান, আবতক টিভি, বোলনিউজ ডটকম

[৩] নেতারা বলেন, ইমরান খান জাতিতে সাধারণ মানুষকে বার্তা দিয়ে বলেছেন, ঘাবরানো কিছু নেই। তিনি এই বক্তব্য দেয়ার পরিবর্তে করোনাভাইরাস প্রতিরোধে ভূমিকা নেয়া দরকার ছিল।

[৪] মুখপাত্রদ্বয় আরও বলেন ইমরান খান এখনও করোনাভাইরাসের ভয়াবহতা এবং প্রশস্ততা বুঝতে সক্ষম হননি। তিনি এখন এতোটা মিথ্যার সঙ্গে বসবাস করছেন যে, তিনি সিন্ধুর প্রাদেশিক সরকারের সঙ্গে মিলে করোনাভাইরাস প্রতিরোধে কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। এখনও তিনি কোনও খোঁজ-খবরই নেননি।

[৫] মারিয়াম প্রশ্ন তুলে বলেন, ইমরান খান পাকিস্তানে করোনা মোকাবেলায় কি কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন? প্রশ্ন তুলে আরও তিনি আরও বলেন, ইমরান খান! আপনি সবসময় কেন মিথ্যা বলেন?

[৬]  মুসলিম লীগের আরেক জন মুখপাত্র বলেছেন, ইমরান খান সারা বছরই জনগণকে মিথ্যা বলেন। সাধারণ মানুষকে শুধু আতঙ্কিত না হওয়ার পাঠ পড়িয়ে যাচ্ছেন। তাদের জীবনের সঙ্গে খেলা করছেন ইমরান খান।

[৭] নেতাদ্বয় আরও বলেন, ইমারানের এই ধারাবাহিক না ঘাবড়ানের ভাষণ এটা স্পষ্ট করে দিয়েছে, ভাইরাসটি প্রতিরোধে রাষ্ট্রের উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেই। আবতক টিভি

[৮] মুখপাত্র অভিযোগ তুলে আরও বলেন, হাসপাতালে রোগীদের জন্য কোনও সুযোগ-সুবিধা নেই। ইমরান খান দেশের অর্থনীতির মৃত্যু ডেকে এনেছেন এবং পাক-জনগণকে প্রাণঘাতী ভয়াবহ এই ভাইরাসটি প্রতিরোধ করতে তাদের অসহায় করে তুলেছেন। বোলনিউজ ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়