মাজহারুল ইসলাম : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রæপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান এ কথা জানিয়েছেন। গতকাল সকালে আযোজিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩১মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে সরকার।
[৩] ওই দুই বিদেশি নাগরিক গতকাল দেশে এলেও তাদের কাছে কোনও ভিসা ছিলো না। তাই যে বিমানে তারা এখানে এসেছেন, সেই বিমানেই তাদের ফেরত পাঠানো হয়েছে।
[৪] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৩১মার্চ পর্যন্ত সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্য বাদে ইউরোপ থেকে কোনও যাত্রী এলে তাকেও দেশে ঢুকতে দেয়া হবে না।