শিরোনাম
◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত ◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিরও পা পিছলে যায় তাই সরকারি টাকা খরচে সবাইকে সতর্ক থাকতে হবে, বললেন পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন: [২] মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন। এসময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিভ সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম।

[৩] পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। জাতির পিতার লক্ষ্য পূরণ করতে হবে। তাহলেই ভবিষ্যতে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। মাছ কিনতে গিয়ে যেমন দুই-চার দোকান ঘুরে আধা ঘণ্টা সময় দিয়ে তারপর কেনেন, তেমনি সরকারি টাকা খরচের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তেমনি কাজ করতে গিয়ে ভুল হতে পারে। সংশোধন করে নেবেন।

[৪] সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যান অপরিহার্য। সেটি অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রথম মেয়াদে (১৯৯৬-২০০১) পরিসংখ্যান ব্যবস্থার উন্নতির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। সম্প্রতি প্রধানমন্ত্রী বিবিএসের জনবলের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির দু’টি ফ্লোর বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড রিচার্স (বিআইএসআর) হিসেবে ব্যবহারে নির্দেশ দিয়েছেন।

[৫] তাজুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে সরকারি ও বেসরকারি পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়ন পরিবীক্ষণের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব বাড়ছেই। এসডিজি বাস্তবায়নে পরিবীক্ষণ তথ্য-উপাত্ত সমন্বয় এবং আন্তর্জাতিক রিপোর্টিংয়ের ক্ষেত্রে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন ন্যাশনাল ডাটা কো-অর্ডিনেশন কমিটি মূখ্য ভূমিকা পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়