শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে বিদেশ ফেরত ২৫৪ জন হোম কোয়ারেন্টিনে, স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪২ জন

মানিকগঞ্জ প্রতিনিধি : [২] মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলার ছয়টি উপজেলায় বিদেশ ফেরত নতুন করে ৪৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সর্বশেষ আজ সোমবার দুপুর পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪ জনে। এ ছাড়া গতকাল রোববার ২১ জন এবং আজ সোমবার আরও ২১ জন মিলিয়ে মোট ৪২ জন ‘হোম কোয়ারেন্টিন’ থেকে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানান।
জেলা করোনা প্রতিরোধ নিয়ন্ত্রণ কক্ষে সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ মার্চ) থেকে বিদেশফিরেত ব্যক্তিদের জেলায় হোম কোয়ারেন্টিনে রাখা শুরু হয়। এরপর থেকে জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকে।
মানিকগঞ্জে এ পর্যন্ত বিদেশ ফেরত ২৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে কারো শরীরে করোনা ভাইরাসের কোন আলামত পাওয়া যায় নাই।এ ছাড়াও ১৪দিন পার হয়ে সোমবার ২১ জনকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এর আগে রবিবার আরও ২১জনকে এই অনুমতি দেয়া হয়। অর্থাৎ সোমবার পর্যন্ত মোট ৪২জন হোমকোয়ান্টাইন থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ট এলাকার শহীদ রফিক সরণি সড়কে এই কার্যাক্রমের উব্দোধণ করা হয়।
এসময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো.মুনিরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন, মানিকগঞ্জ পরিবহন মালিক সমিতিরি সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়