শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনসিডিল আত্মসাতের অভিযোগে শার্শা থানার ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার

মাজহারুল ইসলাম : [২] ৪৫০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা আত্মসাৎতের অভিযোগে যশোরের শার্শা থানার ওসি মু.আতাউর রহমান, এসআই মো. আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক এবং কনস্টেবল মো. আব্দুল মান্নান ও মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সময়টিভি

[৩] সোমবার খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ.মহিদ উদ্দিনের এক অফিস আদেশে জানা যায়, প্রশাসনিক কারণে ওসিকে ক্লোজ করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে এবং এসআই ও কনস্টেবলদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

[৪] গত ৫ মার্চ গভীর রাতে শার্শা থানার ওসির নেতৃত্বে পুলিশ উপজেলার কামারবাড়ি মোড়ে থেকে সাড়ে ৪’শ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যানচালক রুহুল আমিনকে (৩৫) আটক করে। কাভার্ডভ্যানচালক রুহুল একই উপজেলার পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা। দেশরূপান্তর

[৫] পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, সাড়ে ৪’শ বোতল ফেনসিডিল পরিবর্তন করে মামলার আলামত হিসেবে সেখানে নকল ফেনসিডিল রেখে দেয়া হয়। থানার মধ্যেই গোপনে এ ঘটনা ঘটে। এ ঘটনা সংশ্লিষ্ট পুলিশের একজন কনস্টেবল ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকারও করেছেন।

[৬] যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মামলার আলামত সঠিকভাবে সংগ্রহ না করায় কারণে ওই ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

[৭] ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিদকারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়