শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরসরাইয়ে মুজিব শতবর্ষে স্মার্ট লাইভষ্টক ভিলেজ ঘোষণা

নুরুল আলম, মিরসরাই প্রতিনিধি : [২] মুজিব শতবর্ষে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামকে স্মার্ট লাইভষ্টক ভিলেজ ঘোষণা করেছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। যেখানে বছরব্যাপী ১৯২টি পরিবারে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন করা হবে। এছাড়াও খামারীদের প্রশিক্ষণ, নিবিড় সেপ্রদান কার্যক্রম ও পরামর্শ প্রদান, উন্নত জাতের গাভী উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারন ও ইনফার্টিলিটি ক্যাম্পইন, হেলথ কার্ড বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

[৩] সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুজিব শতবর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষে গৃহিত কর্মপরিকল্পনা তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, উপজেলা প্রাণী সম্পদ সম্পসারণ কর্মকর্তা আজিজুল হক।

[৪] ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ স্টোকহোল্ডারদের সাথে মত বিনিময়, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সৌন্দর্যবর্ধন, উপজেলার ১৬টি ইউনিয়নে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পইন, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম, বিভিন্ন স্কুলে পুষ্টি বিষয়ক ১৫টি সেমিনার, প্রাণী সম্পদ অফিসের সামনের সীমানা প্রাচীরে ডিসপ্লে বোর্ড স্থাপন, ১৮০ জন খামারিকে প্রশিক্ষণ, ফিডমিল, ব্রিডার ফার্ম, হ্যাচারী, গবাদিপশু ও হাসঁ-মুরগীর খামার ও কসাইখানা নিয়মিত ভাবে পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হবে, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ দপ্তরে নিবিড় সেবা প্রদান কার্যক্রম ও পরামর্শ প্রদান, উন্নতজাতের গাভী উৎপাদনের লক্ষে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ইনফার্টিলিটি ক্যাম্পেইন, স্মার্ট লাইভষ্টক ভিলেজ সেবা বা হেলথ কার্ড বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম করা হবে। তিনি উল্লেখিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়