শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মানলে যেসব শাস্তি হতে পারে

লাইজুল ইসলাম: [২] সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ প্রণয়ন করা হয় ২০১৮ সালে। সংক্রামক রোগের বিস্তার ঠেকাতেই এই আইন প্রণয়ন করে সরকার। আইন অমান্য করলেই ফৌজদারি কার্যবিধিতে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

[৩] আইনে ২৪ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সংক্রামক জীবাণুর বিস্তার ঘটান বা বিস্তার ঘটাতে সহায়তা করেন, বা জ্ঞাত থাকা সত্তে¡ও অপর কোনো ব্যক্তি সংক্রমিত ব্যক্তি বা স্থাপনার সংস্পর্শে আসিবার সময় সংক্রমণের ঝুঁকির বিষয়টি না বলেন, তবে এটি একটি অপরাধ বলে গণ্য হবে।

[৪] আইনটির ২৪ ধারায় আরো বলা হয়েছে, এই অপরাধের কারণে উক্ত ব্যক্তি অনূর্ধ্ব ৬ (ছয়) মাস কারাদণ্ডে, বা অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

[৫] আইনে ২৫ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মহাপরিচালক, সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা প্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তবে এটি অপরাধ বলে গণ্য হবে।

[৬] আইনে ২৫ ধারায় আরো বলা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে মহাপরিচালক, সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ পালন না করে, তবে এটিও অপরাধ বলে গণ্য হবে।

[৭] আইনে ২৫ ধারায় বলা হয়েছে, এসব অপরাধের কারণে উক্তব্যাক্তি অনূর্ধ্ব ৩ (তিন) মাস কারাদণ্ডে, বা অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

[৮] আইনে ২৬ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সংক্রামক রোগের বিষয়ে জেনেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুলতথ্য প্রদান করে, তবে এটি অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধের কারণে উক্তব্যাক্তি অনূর্ধ্ব ২ (দুই) মাস কারাদণ্ডে, বা অনূর্ধ্ব ২৫ (পঁচিশ) হাজার টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

[৯] আইনে ২৭ ধারায় বলা হয়েছে, এই আইনে ফৌজদারী কার্যবিধির বিধানাবলি প্রয়োগ হবে। আইনে ২৮ ধারায় বলা হয়েছে, এই অপরাধ অ-আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা বলে গণ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়