শিরোনাম

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

আনিসুর রহমান তপন: [২] সোমবার (১৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য নিশ্চিত করেছন। সময় ও যমুনা টিভি

[৩] প্রধানমন্ত্রী বলেন, যদিও আমাদের দেশে এখনো করোনা ভাইরাসের তেমন উপস্থিতি দেখা যায়নি, তারপরও সতর্ক থাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

[৪] প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্য নির্দেশনা দিয়ে বলেন, এই ছুটির সময় বাচ্চা যেন ঘরের বাইরে না যায়, ঘরের মধ্যে সেইফ কোয়ারেন্টাইনে রাখা হয় এবং যেখানে অনেক বাচ্চা আছে সেখানে যেন না যায়। পরিবেশের দূষণে যাতে আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

[৫] এর আগে রোববার (১৫ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে শুধু পরামর্শ দিয়েছে।

[৬] দেশে করোনা ভাইরাস আক্রান্তের প্রেক্ষাপটে সব স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছে। এ রিটে দেশের স্থল-নৌ এবং বিমানবন্দরও বন্ধ করে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটের শুনানি বুধবার হওয়ার কথা রয়েছে।

[৭]  গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি উঠেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়