শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ফসলি জমি

আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও ফল পাচ্ছে না। তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সকলের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

[৩] খোঁজ নিয়ে জানা গেছে, সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও গ্রামের পশ্চিম দিকে ফসলি মাঠে ২টি ড্রেজার মেশিন বসিয়ে কয়েক দিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করছেন ইউনিয়নের গুনারা গ্রামের সর্দার মো. মন মিয়া ও এলেম মিয়া। অভিযোগ আছে, সদরের একজন প্রভাবশালী জনপ্রতিনিধিকে নগদ ৭০ হাজার টাকা দিয়ে তারা বীরদর্পে সেখানে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে দিন-রাত।

[৪] উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের দানিছ মিয়া নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের লোকদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে সেখানে ড্রেজার মেশিন চালিয়ে যাচ্ছেন, এমন কথা জানিয়েছেন ভুক্তভোগী লোকজন।

[৫] ভুক্তভোগী লোকজন জানান, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস করে না। এরা ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করছে। এতে গর্তের সৃষ্টি হওয়ায় আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। এলাকার লোকদের দাবি, এভাবে ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের ফসলি জমি ভাঙনের কবলে পড়বে।

[৬] নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে মাটির তলদেশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জনবসতি, সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ বালু দস্যুরা সরকারি ওই আইন অমান্য করে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

[৭] সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা জানান, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। খুব শিগগিরই উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়