শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গবেষণা চলছে মহামারি রোধের প্রযুক্তি নিয়ে

জেবা আফরোজ : [২] যে কোনো ভাইরাস শরীরে প্রবেশ করার পর আক্রান্তকে শনাক্ত করা এবং মহামারী ছড়িয়ে পড়ার আগেই রোধ করতে সহায়তা করবে এমন এক ডিভাইস নির্মাণের চেষ্টা করছেন একদল গবেষক। বায়োটেক কোম্পানি প্রফুসা চিরতরে সব ধরনের মহামারী রোধ করতে প্রযুক্তিটি নিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্সের গবেষণা বিভাগ দর্পর অর্থায়নে এ গবেষণা চলছে। টেকশহর ডটকম,সময় টিভি, যুগান্তর

[৩] যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্সের গবেষণা বিভাগ দর্পর অর্থায়নে এই গবেষণা চলছে।গত মঙ্গলবার সংস্থাটির তরফ থেকে ঘোষণা দেওয়া হয় যে, তারা এমন একটি পদ্ধতি নিয়ে কাজ করছেন যা তিন সপ্তাহ পর্যন্ত আগে শরীরে ফ্লু ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা শনাক্ত করতে পারবে।এই প্রকল্পের নাম লুমি অক্সিজেন প্ল্যাটফর্ম।

[৪] প্রযুক্তিটির উন্নয়নে সঙ্গে কাজ করছে আরটিআই ইন্টারন্যাশনাল, ডিউক ইউনিভার্সিটি ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। ২০২১ সালের মধ্যে একটি ফলাফল আশা করছেন গবেষক দল।উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির সবচেয়ে মারাত্মক দিক হচ্ছে এর উপসর্গ দেখানোর পূর্বের সময়টুকু। প্রায় দুই সপ্তাহ ধরে ভাইরাসটি শরীরে বাড়তে থাকে কিন্তু আক্রান্ত জানতে পারেন না যে তার দেহে ভাইরাস আছে।

[৪] এমন একটি প্রযুক্তি তৈরি হলে করোনাভাইরাসের মতো ভাইরাস মহামারি হয়ে উঠার আগে উৎসেই ধ্বংস করে দেওয়া যাবে। প্রযুক্তিটি শরীরের টিস্যুতে অক্সিজেনের লেভেল মনিটর করে শরীরের প্রতিরোধ ব্যবস্থার বর্তমান অবস্থা নির্ণয় করে। সাধারণত মানুষের শরীরের প্রতিরোধ সিস্টেম যখন কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে থাকে তখন টিস্যুতে অক্সিজেন লেভেল কমতে থাকে।

[৫] অক্সিজেন লেভেলের নিরবচ্ছিন্ন ডেটা আসন্ন অসুস্থতা সম্পর্কে পূর্ব ধারণা দিতে সক্ষম। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রযুক্তিটি কাজে লাগাতে মানুষের চামড়ার উপরে ও নিচে দুটি ডিভাইস সেট করতে হবে। চামড়ার নিচে থাকবে সেন্সর, উপরে থাকবে রিসিভার। সেন্সরটি সিরিঞ্জের মাধ্যমে চামড়ার নিচে সেট করা হবে। যা একেবারেই নিরাপদ উপাদান দ্বারা তৈরি। এর স্বাস্থ্য ঝুঁকি থাকবে না বলেই দাবি করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়