শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মান উন্নয়নে ৯৪টি বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে প্রনোদনা হিসেবে এক কোটি টাকা দিচ্ছে সরকার

সুজন কৈরী : [২] মাদকাসক্তদের সুস্থ করে তোলাসহ নানাবিধ ভাল কাজের জন্য এ আর্থিক অনুদান দিচ্ছে সরকার। যাচাই-বাছাই শেষে সারাদেশ থেকে ওই প্রতিষ্ঠান গুলোকে নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মেট্রো অঞ্চলের উত্তর বিভাগে ২২টি ও দক্ষিণ বিভাগে ২টি প্রতিষ্ঠানের সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে এক কোটি টাকা ভাগ করে দেওয়া হবে বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

[৩] আজ সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ৬টি প্রতিষ্ঠানের মালিককে আনুষ্ঠানিকভাবে অনুদানের অর্থের চেক তুলে দেবেন। পরে ডিএনসির কার্যালয় থেকে বাকি প্রতিষ্ঠানগুলোকে অনুদানের অর্থ দেওয়া হবে।

[৪] ডিএনসি সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর বেসরকারি মদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর জন্য সরকারি অনুদান সংক্রান্ত নীতিমালা-২০১৯ প্রনয়ণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক-১ শাখা থেকে প্রণীত নীতমালা অনুযায়ী এটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। ডিএনসি থেকে লাইসেন্স পাওয়ার তিন বছর অতিক্রম হওয়া প্রতিষ্ঠানগুলো অনুদান পাচ্ছে। চিকিৎসার মান উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও তা দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রনোদনা হিসেবে এ অনুদান দিচ্ছে সরকার।

[৫] আর্থিক অনুদানের জন্য ৭ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটি করা হয়। যাচাই-বাছাই শেষে কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এ অনুদান পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়