শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ঠাকুরগাঁওয়ে ভিডিও কনফারেন্সে মত বিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি : ”কেউ গৃহহীন থাকবে না” এই স্লোগান নিয়ে মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ভুমিহীনদের মাঝে গৃহ ও ভুমি বিতরণ প্রকল্প এর আওতায় ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজিত এতে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহম্মেদ কায়কাউস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহম্মেদ কায়কাউস মজিব বর্ষে তৃণমুল পর্যায় পর্যন্ত মাননীয প্রধানমন্ত্রী স্বপ্ন ভুমিহীন আর গৃহহীন কেউ থাকবে না এই প্রকল্পের আওতায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তৃণমুলের ভুমিহীনদের ভুমি ও গৃহ নিমার্নের ব্যাপারে সু-স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন। এ উপলক্ষে স্থানীযভাবে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় ও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিনুল ইসলাম, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম সেবা, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতার হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা আবুর আসাদ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো রাণীশংকৈল উপজেলা প্রোগ্রামার মনিরা আক্তার প্রমুখ। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ও ভুমিদের ভুমি ও গৃহহীনদের গৃহ প্রদানের লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সেই পদক্ষেপ বাস্তবায়নেই এই কার্যক্রম চলছে বলেও জানান জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া ও সংশ্লিষ্টরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়