শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে স্পেন ও যুক্তরাজ্যে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা

ইয়াসিন আরাফাত : [২] ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে দ্রুত গতিতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্তে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২ জনে। যা গত ২৪ ঘন্টায় দ্বিগুন হয়েছে।আক্রান্ত হয়েছে ৭৮৪৩ জন।সিএনএন, রয়টার্স, ইউকে মেইল ডট কম

[৩] প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ নিজেও।

[৪] ইতালির পর ও পুরো স্পেনকে কোয়ারেন্টাইন করায় ইউরোপে এখন ১০কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। আগামী ৪৮ ঘন্টায় দেশটিতে বিদেশগমণ সহ ভ্রমণেও আরো কঠোর নিষেধাজ্ঞা আসছে।

[৫] খাদ্য ও ওষুধ কেনা এবং চিকিৎসা ও জরুরি কাজ ছাড়া আগামী ১৫ দিন সব মানুষকে নিজ ঘরেই অবস্থান করতে হবে বলে ঘোষণা করেছে স্পেনের সরকার।

[৬] এদিকে করোনাভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে।দেশটিতে নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে।এতে সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

[৭] এছাড়াও দেশটীতে নতুন করে আরো ২৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৩৭২ জন।

[৮] যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই দেশটির ৭০-এর বেশি বয়সী মানুষদেরকে আগামী চার মাস ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে। আগামী ২০ দিনের মধ্যেই এই নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

[৯] রোববার রাত পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৩২ জন। মারা গেছেন ৬ হাজার ৪৯৪ জন। আর সেরে উঠেছেন ৭৬ হাজার ৬১৫ জন। সবচেয়ে বেশি মারা গেছেন চীনে, ৩ হাজার ১৯৯ জন। মৃত্যুর দিক থেকে এরপরই আছে ইতালি। দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৮০৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়