শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘ-সিংহ দেখার মতো করোনাকে ভয় পাওয়া উচিত: আইএস

দেশ রূপান্তর : [২] করোনাভাইরাসের প্রকোপে আতঙ্কিত পুরো বিশ্ব। চীন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসে ছড়িয়ে পড়েছে একশ'রও বেশি দেশে। বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। অনেক দেশ জরুরি অবস্থা জারি করেছে।

[৩] কোভিড-১৯ ভাইরাসে নড়েচড়ে বসেছে মধ্যপ্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস'ও । সম্প্রতি ‘আল নাবা’ নামে নিজস্ব নিউজলেটারে করোনাভাইরাস নিয়ে নির্দেশিকা প্রকাশ করে সংগঠনটি।

প্রাণঘাতী ভাইরাসটি থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে এবং নিজেদের সদস্য এবং অনুসারীদের নিরাপদে থাকতে এমন নির্দেশনা দেয় আইএস নেতারা।

[৪] জঙ্গি সংগঠনটির দাবি, দুনিয়ায় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু ঘটে না। ফলে তার উপর থেকে আস্থা হারানো চলবে না। তিনি যাদের বেছে নিয়েছেন, তাদের শরীরেই কোভিড-১৯ ভাইরাস বাসা বেঁধেছে। সামনে বাঘ-সিংহ দেখলে মানুষ যেভাবে দৌড়ে পালায়, করোনা আক্রান্ত দেখলে তাদেরও সেভাবে পালানো উচিত।

নির্দেশকায় বলা হয়, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে গেলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। এ ছাড়া হাঁচি-কাশি এবং হাই তোলার সময় মুখ ঢেকে রাখতে হবে।

[৫] আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্ত দেশগুলোতে পা না রাখাই উচিত। আবার কেউ যদি আক্রান্ত হয়ে যায়, তাকেও সংশ্লিষ্ট দেশ ছেড়ে বাইরে কোথাও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা দেড় লাখেরও বেশি।

[৬] ইরাক-ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দ্রুত ছড়াচ্ছে কভিড-১৯। ইরানে মারা গেছে ৬০০ মানুষ। ইরাকে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। তবে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় কত জন আক্রান্ত হয়েছেন, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়