শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘না জেনে সমালোচনা করাটা আমাদের অভ্যাস হয়ে গেছে’

ইত্তেফাক : [২] কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড তারকা কিয়ারা আদভানির একটি ছবি। সেখানে দেখা গেছে, তার বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইনের ট্যাটু করেছেন। সেখানে লেখা ছিল ‘একলা চলো রে’, যদিও তাতে বিকৃত করে কিছু লেখা হয়নি। তবুও সম্প্রতি কিয়ারার এই ট্যাটুই আলোচনার বিষয় হয়ে উঠেছে। রবীন্দ্রপ্রেমীরা মূলত জড়িয়েছেন এই সমালোচনায়।

[২] কিয়ারা এই ট্যাটুটি করেছেন তার নেটফ্লিক্সের সিরিজ ‘গিলটি’র জন্য। এই ওয়েব সিরিজে কিয়ারাকে একটি মিউজিক ব্যান্ডের সদস্য হিসেবে দেখা গেছে। এরইমধ্যে নেটফ্লিক্সে অনেকেই এই সিরিজটি দেখেছেন। যে ওয়েব সিরিজের বিষয়বস্তুতে উঠে এসেছে ‘মি টু’। আপাতত এই ওয়েব সিরিজটির গল্প একটি ধর্ষণের ঘটনা ঘিরে এগিয়ে চলছে। যদিও গিলটির গল্প শেষ পর্যন্ত কোন দিকে এগুবে তা ওয়েব সিরিজটি পুরো দেখার পরই জানা যাবে। তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে কিয়ারা আদভানির এই ‘একলা চলো রে’ ট্যাটু।

[৩] গিলটির পরিচালক রুচি নারেইন কিয়ারার বুকে এই ‘একলা চলো রে’ ট্যাটুটি ব্যবহার করেছেন গল্পের স্বার্থেই। তা অবশ্য ওয়েব সিরিজটি দেখলেই বোঝা যায়। এই ট্যাটু সাময়িকভাবে গল্পের প্রয়োজনেই এঁকেছেন অভিনেত্রী।

[৪] কিন্তু সোশ্যাল মিডিয়ায় সমালোচনার পর চটেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘অভিনয়ের প্রয়োজনে অনেককিছু করার প্রয়োজন হয়। এই সময় এসে একজন দর্শকরা বিষয়টি ভালোভাবে বোঝেন বলে আমার ধারণা ছিল। কিন্তু বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অংশ লেখাটা তাকে অশ্রদ্ধা করা, এই বিষয়টি নিয়ে মন্তব্য খারাপ লেগেছে। না জেনে সমালোচনা করা আমাদের অভ্যাস হয়ে গেছে। শিল্পীর প্রতি শ্রদ্ধার জ্ঞান আমার ও আমাদের রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়