শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাগলের মতো কেনাকাটা বন্ধ করুন, বিবেচক হোন, ক্রেতাদের প্রতি ব্রিটেনের সুপারমার্কেটগুলোর আহ্বান

সাইফুর রহমান : [২] কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের সুপারমার্কেটগুলোতে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চরম সঙ্কট দেখা দিয়েছে। সুপারশপগুলো থেকে গত কয়েক দিনে উধাও হয়ে গেছে টয়লেট টিস্যু, লিকুইড সোপ, হ্যান্ড স্যানিটাইজার, পাস্তা, টিনজাত খাদ্য, আটা-ময়দার মতো নিত্য ব্যবহার্য্য পণ্যগুলো। বিবিসি, স্কাইনিউজ, ব্লুমবার্গ
[৩] মানুষের মাঝে উদ্বেগ যতো বাড়ছে ততোই নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করার প্রবণতাও বাড়ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, সুপারমার্কেটগুলো যৌথভাবে বিবৃতি দিয়ে জনসাধারণকে নিভৃত করার চেষ্টা চালাচ্ছে।
[৪] বিবৃতিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব নেই, দয়া করে বিবেচকের মতো আচরণ করুন। প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা বন্ধ করুন, যাতে অন্যরা প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত না হন। তারা আশ্বস্ত করেন যে, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে সরকারের সঙ্গে তারা একযোগে কাজ করছেন।
[৫] বিবৃতিতে স্বাক্ষর করেছে সুপারশপ জায়ান্ট সেইন্সবেরিজ, জার্মান সুপাশপ চেইন অলডি, টেসকো এবং ওয়েটরোজের মতো প্রতিষ্ঠানগুলো। অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকার আহŸান জানানোর পাশাপাশি কিছু বিধিনিষেধও আরোপ করেছে তারা। পাশাপাশি নিত্যব্যবহার্য্য পণ্য কেনাকাটায় সীমাও নির্ধারণ করে দিয়েছে তারা। ফলে একজন গ্রাহক নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত পণ্য ক্রয় করতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়