শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক : [২] ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শুরু হয়েছে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারে আসরের পৃষ্ঠপোষক ওয়ালটন। রোববার সকাল ১১টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)

[৩] ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, টুর্নামেন্ট কমিটির সদস্য শহিদুল আজম, আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম, জিয়া উদ্দিন সাইমুম, পরাগ আরমান, স্বপন বসু, রিমন মাহফুজ, মাহাবুবুর রহমান, আবু আলী, রহমান আজিজ, মাইদুল আলম বাবু ও আরাফাত যোবায়ের।

[৪] উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে একুশে টিভি টাইব্রেকারে ২-০ গোলে এটিএন বাংলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন একুশে টিভির আল-আমিন আজাদ। দ্বিতীয় ম্যাচে এটিএন নিউজ ২-১ গোলে আমার সংবাদকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আরিফ হোসেন। তৃতীয় ম্যাচে দৈনিক জবাবদিহি ৪-০ গোলে সংবাদ প্রতিদিনকে পরাজিত করে। বিজয়ী দলের অতিথি খেলোয়াড় নূরুল আলম শাহীন ম্যাচ সেরা হয়েছেন।

[৫] চতুর্থ খেলায় সময়ের আলো ট্রাইবেকারে ২-০ গোলে ভোরের ডাককে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের হীরা তালুকদার। পঞ্চম ম্যাচে মানবজমিন ট্রাইবেকারে বাংলাদেশ পোষ্টকে ২-০ গোলে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের কাজী সোহাগ। প্রতিপক্ষ মাঠে না আসায় আমাদের সময়, যুগান্তর ও দৈনিক সংবাদ ওয়াক ওভার লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়