শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ও নাগরিকদের রক্ষা করতে সার্কভুক্ত দেশগুলোর বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোববার বিকেল সাড়ে ৫টায় সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের কোভিড-১৯ নিয়ে যুক্ত হওয়া ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান।

[৩] প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মহামারির আকার নেওয়া করোনা ভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোকে এক হয়ে কাজ করাতে হবে।

[৪] ভবিষ্যৎ দক্ষিণ এশিয়া অঞ্চলে যে কোনো স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করা খুব জরুরি। সবাই সম্মত হলে বাংলাদেশ এ পদক্ষেপ নিতে আগ্রহী।

[৫] এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের উহান থেকে ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে ২৩ বাংলাদেশিকে দেশটি নিয়ে আসায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।

[৬] বাংলাদেশ সমুদ্র, স্থল ও বিমানবন্দরে নজরদারি জোরদার করেছে উল্লেখ করে সার্ক নেতাদের বলেন, বাংলাদেশে শনাক্ত হওয়া তিনজন আক্রান্ত ব্যক্তিই বিদেশ থেকে আসা, তারা ইতোমধ্যে সুস্থ হয়েছেন। নতুন করে আরও দু’জন শনাক্ত হয়েছেন। তারাও বিদেশ থেকে এসেছেন। স্থানীয়ভাবে এখনো কেউ সংক্রমিত হয়নি।

[৭] শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় আমরা জনগণকে নির্দেশনা দেওয়ার জন্য একটি জাতীয়সহ তিনটি কমিটি করেছি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্যাম্পেইনের আয়োজন করেছি। কুয়েত মৈত্রী হাসপাতালসহ নতুন নির্মিত চারটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

[৮] জেলার সব হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী হাসপাতালের জন্য কয়েকটি খালি ভবন নির্দিষ্ট করে রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়