শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় বারের মত বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জাবি ক্রিকেট দলের জয়

জাবি প্রতিনিধি: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০’ এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) ১৮১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা তুৃতীয় জয় পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেঞ্চুরির পাশাপাশি ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জাবির অনয় অপু।

[৩] রোববার (১৫ মার্চ) সকাল ৯ টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে জাবি ক্রিকেট দলের অনয় অপুর ৫০ বলে ১০১, সোহানুর রহমানের ৩২ বলে ৬৪ এবং শেষ দিকে বায়জিদ আমিনের ১৪ বলে ৪৬ রানের ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে ২৬৩ রানের টার্গেট ছুড়ে দেয় প্রতিপক্ষকে। দিত্বীয় ইনিংসে ২৬৪ রানের বিশাল লক্ষ তাড়া করতে নেমে শুরু থেকে জাবির বোলারদের তোপের মুখে পড়ে ৮২ রানেই অল আউট হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাটসম্যানরা। জাবির হয়ে অনয় অপুর ৩.২ ওভার বল করে মাত্র ১০ রানে ৭টি উইকেট তুলেন নেন।

[৪] এই জয়ে কোয়ার্টার ফাইনালের আরো কাছে পৌছে গেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাবি ক্রিকেট দলের টানা তৃতীয় জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সকলে। এর আগে গ্রæপ পর্বে বাংলাদেশ উইনিভার্সিটি অব প্রফেশনালস এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়েছিল জাবি।

[৫] উল্লেখ্য, স্পেলবাউন্ড লিও বার্নেটের তত্বাবধানে ২০২০ সালের ১ মার্চ থেকে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০’। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে দেশের সরকারি-বেসরকারি ১২৪টি বিশ্ববিদ্যালয়।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়