শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববিদ্যালয় বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি ছাত্র ইউনিয়নের

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।

[৩] রোববার ১৫ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই আল্টিমেটাম দেন।এসময় তারা আট দফা দাবি উপস্থাপনা করেন।

[৪] এসময় ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

[৫] তাদের আট দফা দাবি হচ্ছে -আটচল্লিশ ৪৮ ঘণ্টার ভেতর বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে; মেডিকেল সেন্টারের পূর্ণ আধুনিকায়ন করে আটচল্লিশ (৪৮) ঘণ্টার ভেতর সেখানে করোনা শনাক্তকরণের জন্য যথাযথ স্ক্রীনিং-এর ব্যবস্থা করতে হবে; আটচল্লিশ (৪৮) ঘণ্টার ভেতর মেডিকেল সেন্টারের শয্যাসংখ্যা দুইশত (২০০) এবং ডাক্তারের সংখ্যা একশত (১০০)-তে উন্নীত করতে হবে।

[৬] পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্স সংখ্যা পঞ্চাশে (৫০) উন্নীত করতে হবে; প্রত্যেক হলে আটচল্লিশ (৪৮) ঘণ্টার ভেতর গণরুম ব্যবস্থা বন্ধ করে শিক্ষার্থীদেরকে অন্তত দ্বৈতাবাসিক সুবিধার আওতায় নিতে হবে, এবং কোয়ারেন্টাইন উপযোগী স্থান প্রস্তুত করতে হবে; প্রতিটি হলে আটচল্লিশ (৪৮) ঘণ্টার ভেতর অস্থায়ী চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং একই সাথে প্রতিটি হলে একটি করে ফার্মেসী স্থাপন করতে হবে, যা সপ্তাহে প্রতিদিন চব্বিশ ঘণ্টা খোলা থাকবে; ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর হাতে আটচল্লিশ (৪৮) ঘণ্টার ভেতর বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিতে হবে; বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের শিক্ষকদের হ্যান্ড স্যানিটাইজার তৈরির প্রকল্পে সর্বোচ্চ বিনিয়োগ করতে হবে, যাতে তাদেরকে অর্থ স্বল্পতায় ভুগতে না হয়; যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন উপরের সাতটি দাবির কোনো একটিও পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে নিজেদের অক্ষমতা স্বীকার করে আটচল্লিশ (৪৮) ঘণ্টার ভেতর বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে, এবং হলগুলোকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়