শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালি থেকে আসা ২১০ জনকে ছেড়ে দিয়েছে স্বাস্থ অধিদপ্তর

লাইজুল ইসলাম : [২] ইতালি থেকে রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে ইতালি থেকে কাতার হয়ে শাহজালালে আসে ৫৮ যাত্রী। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতেই তাদের নিয়ে আসা হয় আশকোনা হজক্যাম্পে।

[৩] সেখানে তাদের করোনা টেস্ট করা হয়, হ্যান্ড হ্যালথ থার্মাল মিটার দিয়ে শরিরের জর মাপা হয়। তাদের কারো শরিরে করোনা উপসর্গ না পাওয়ায় দুপুর ১২টা থেকে একে একে ছেড়ে দেয়া হয়।

[৪] এসময় যাত্রীরা হজক্যাম্পের বাইরে এসে মিশ্রপত্রিক্রিয়া জানাতে থাকেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কেউ কেউ বলেন, ভেতরে পরিবেশ ভালো ছিলো। সেখানে আমাদের টেস্ট করা হয়েছে। কিছু না থাকায় সার্টিফিকেট দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

[৫] অনেকে আবার এই নিদের্শনা মেনে নেওয়াসহ যথাযথ ভাবে পালন করার কথা জানিয়েছেন। তারা বলেন, এটা দেশের সব মানুষ তথা আমাদের পরিবারের জন্য। তাই এই নির্দেশনা মানতে আমরা বাদ্ধ।

[৬] তবে ভেতর থেকে অনেকে বের হয়ে রাগ ঝেড়েছেন। বলেন, ভেতর একই রুমের মধ্যে অনেককে রাখা হয়েছিলো। যার গায়ে করোনা আছে সেখান থেকে এমনিতেই করোনা ছড়িয়ে পরবে। চিকিৎসক ছিলো না বলেও অভিযাগ করেন। বলেন, নাস্তা ও দুপুরের লাঞ্চ দেওয়া হয়নি।

[৭] এদিকে, সকালে ইতালি থেকে আসা প্রবাসী ১৫২ জনের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। তাদের ভেতরেও কোনো ধরনের ভাইরাস পাওয়া যায়নি। এজন্য তাদের পরিবারের কাছে দিয়ে দেয়া হবে। সবাইকে নিজস্ব গাড়িতে করে বাসায় যাওয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টাইন করার কথা বলা হয়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়