শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে একে একে শিক্ষাপ্রতিষ্ঠান বর্জন করছে শিক্ষার্থীরা

আসিফ কাজল: [২] বৈশ্বিক মহামারি করোনার সংক্রমন থেকে বাঁচতে শনিবার রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর আমরণ অনশন অব্যাহত রয়েছে। ক্যাম্পাস বন্ধের ঘোষণা না আসা পর্যন্ত তাদের অনশন অব্যাহত থাকবে বলে জনিয়েছে অনশনকারীরা। গতকাল একই স্থানে ঢাবির ১ম বর্ষের শিক্ষার্থীরা এ দাবিতে মানববন্ধন করেন।

[৩] এর আগে শনিবার বুয়েটের শিক্ষার্থীরা কোভিড-১৯ আতঙ্কে ক্লাস পরীক্ষাসহ সব রকম একাডেমিক কার্যক্রম বন্ধ করেছেন। এ বিষয়ে বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ড. মিজানুর রহমান জানান, প্রশাসন ক্যাম্পাস বন্ধ না করলেও শিক্ষার্থীরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন।

[৪] একই দাবিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান তারা।

[৫] অপরদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৪ মার্চ থেকেই উপাচার্য ও উপ-উপাচার্যের বাসভবনের সামনে ক্লাস বর্জনের দাবিতে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা। এ প্রেক্ষিতে গতকাল কর্তৃপক্ষ জরুরি জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য সকল পরীক্ষা স্থগিত করেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার পাশাপাশি সকল প্রকার ক্লাস বর্জনেরও দাবি তোলেন।

[৬] বসন্তকালীন ছুটির কথা বলা হলেও রাজধানীর স্কলাস্টিকা স্কুলে ছুটির ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

[৭] এছাড়াও রাজশাহী, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছেন।

[৮] এরপরও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করার বিষয়ে অটল রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা আতঙ্কে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, সিদ্বান্ত নিলে সঙ্গে সঙ্গে সবাইকে অবহিত করা হবে।

[৯] বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ও মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়