শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে একে একে শিক্ষাপ্রতিষ্ঠান বর্জন করছে শিক্ষার্থীরা

আসিফ কাজল: [২] বৈশ্বিক মহামারি করোনার সংক্রমন থেকে বাঁচতে শনিবার রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর আমরণ অনশন অব্যাহত রয়েছে। ক্যাম্পাস বন্ধের ঘোষণা না আসা পর্যন্ত তাদের অনশন অব্যাহত থাকবে বলে জনিয়েছে অনশনকারীরা। গতকাল একই স্থানে ঢাবির ১ম বর্ষের শিক্ষার্থীরা এ দাবিতে মানববন্ধন করেন।

[৩] এর আগে শনিবার বুয়েটের শিক্ষার্থীরা কোভিড-১৯ আতঙ্কে ক্লাস পরীক্ষাসহ সব রকম একাডেমিক কার্যক্রম বন্ধ করেছেন। এ বিষয়ে বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ড. মিজানুর রহমান জানান, প্রশাসন ক্যাম্পাস বন্ধ না করলেও শিক্ষার্থীরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন।

[৪] একই দাবিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান তারা।

[৫] অপরদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৪ মার্চ থেকেই উপাচার্য ও উপ-উপাচার্যের বাসভবনের সামনে ক্লাস বর্জনের দাবিতে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা। এ প্রেক্ষিতে গতকাল কর্তৃপক্ষ জরুরি জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য সকল পরীক্ষা স্থগিত করেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার পাশাপাশি সকল প্রকার ক্লাস বর্জনেরও দাবি তোলেন।

[৬] বসন্তকালীন ছুটির কথা বলা হলেও রাজধানীর স্কলাস্টিকা স্কুলে ছুটির ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

[৭] এছাড়াও রাজশাহী, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছেন।

[৮] এরপরও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করার বিষয়ে অটল রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা আতঙ্কে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, সিদ্বান্ত নিলে সঙ্গে সঙ্গে সবাইকে অবহিত করা হবে।

[৯] বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ও মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়