শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জকে হারিয়ে শুরুতেই চমক দেখালো ওল্ড ডিওএইচএস

নিজস্ব প্রতিবেদক : [২] আজ শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের আসর। জাতীয় দলের নিয়মিত ও অনিয়মিত বেশ কিছু ক্রিকেটার নিয়ে দল গড়েও ভালো শুরু করতে পারেনি লিজেন্ড অব রূপগঞ্জ। অন্যদিকে আনকোরা খেলোয়াড়দের নিয়ে গড়া দল জয় দিয়েই আসর শুরু করেছে ওল্ড ডিওএইচএস।

[৩] সাভারের বিকেএসপিতে ৪ নং মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩০ রানের সংগ্রহ দাঁড় করায় ডিওএইচএস। আমিনুল (৫৯), রাকিন (৪৮), মাহমুদুল হাসান জয় (৩৫) ও প্রীতম কুমারের (৩৩) ছোটখাটো কয়েকটি ইনিংসেই এই রান পেয়েছে ডিওএইচএস। রূপগঞ্জের হয়ে সোহাগ গাজী ৩টি, আল আমিন ও মোহাম্মদ শহীদ ২টি করে এবং সানজামুল একটি উইকেট নেন।

[৪] ২৩১ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করলেও খেই হারিয়ে ফেলে লিজেন্ডরা। ডিওএইচএসের স্পিনারদের কাছেই ধরাশায়ী হয়েছে রূপগঞ্জ দলটি। আব্দুর রশিদ ও অভিষেক দাস ৩টি করে ৬টি উইকেটের পতন ঘটান। পরে আলিস আল ইসলাম ও রকিবুল হাসান ২টি করে চারটি উইকেট নেন।

[৫] অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের রকিবুল, মাহমুদুল ও অভিষেক ডিওএইচএসের হয়ে খেলে ডিপিএলে অভিষেক ঘটিয়েছেন। আর প্রথমদিনেই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

[৫] লিজেন্ডের হয়ে পিনাক ঘোষ ফিফটির (৫৩) দেখা পান। পরে সানজামুল (৪০), সোহাগ গাজী (৩২) এবং জাকের আলী (২৮) রান করেন। সবমিলিয়ে ২০৫ রানেই থামে রূপগঞ্জের ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়