শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য উপাচার্য বরাবর ডাকসুর স্মারকলিপি

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] করোনা আতঙ্ক প্রতিরোধ করার জন্য শিক্ষার্থীদের সুরক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাময়িক বন্ধের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

[৩] রোববার (১৫ মার্চ) ডাকসু ভবনে এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও এজিএস সাদ্দাম হোসেন।

[৪] ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন বলেন, ডাকসুর সর্বসম্মতি সিদ্ধান্তের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের আহবান জানিয়ে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। তিনি বলেন, আমরা মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব। তাই বিশ্বব্যাপী এ মহামারি মোকাবেলায় তারা আমাদের দাবিসমূহ পূরণ করবে।

[৫] ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, সভাতে মোটামুটি সবাই বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের পক্ষে মত দিয়েছেন। এসময় লিখিত প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবাই বন্ধের পক্ষে কিন্তু প্রেস রিলিজ দিতে অনেককে অনিচ্ছা প্রকাশ করতে দেখা গেছে।

[৬] ডাকসুর এজি এস সাদ্দাম হোসেন স্বাক্ষরকৃত স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ প্রকল্পে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা, সভা সমাবেশে বিধি নিষেধ আরোপ, আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা, ঢাবির মেডিকেলে আলাদাভাবে করোনাভাইরাসের জন্য চিকিৎসাকেন্দ্র স্থাপন গণ জমায়েত, গণ পরিবহন নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়