শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে জামিন পেলেন সাংবাদিক আরিফুল ইসলাম চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি, কুড়িগ্রাম জেলা প্রশাসক প্রত্যাহার হচ্ছেন

শাহনাজ পারভীন: [২] রোববার সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সুজাউদ্দৌলা তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলাটির পরিচালনা করেন এ্যাড: আব্রাহাম লিংকন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তবে তার পরিবারের দাবি আরিফুলের জামিনের জন্য তারা আবেদন করেনি।

[৩] তার সাজার ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়।

[৪] সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা: জাকিরুল ইসলাম বলেন, বর্তমানে আরিফুলের অবস্থা শঙ্কামুক্ত। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে অন্যকোনো সমস্যা আছে কি না।

[৫]টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর জানান, আরিফুলের নি:শর্ত মুক্তির দাবি করা হলেও আদালত ২৫ হাজার টাকা মুচলেকায় মামলাটি চলমান রেখে তার জামিন প্রদান করেন।

[৬]এ ঘটনার পর সাংবাদিক ও এলাকাবাসী আরিফুলের নি:শর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে। তারা সদরের ভকেশনাল মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে ।

[৭] আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আহসান হাবীব নীলু বলেন, আরিফুল নিজেই তার ওকালত নামায় উকিল নিযুক্ত করেছেন। আমরা আপিল দাখিল করি। ডিসি অনুমোদন দিলে অতিরিক্ত জেলা প্রশাসক আদালত বসান। সেখানে জামিন শুনানি হয়। শুনানি শেষে প্রেসক্লাব সভাপতির জিম্মায় তাকে জামিন দেন। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু,সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়