শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশ ফেরতদের সচেতনার আহ্বান, অন্যথায় কড়া হুঁশিয়ারি দিলেন আইইডিসিআর পরিচালক সেব্রিনা ফ্লোরা

শরীফ শাওন : [২] মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সম্প্রতি বিদেশ ফেরত ব্যাক্তিরা হোম কোয়ারেন্টাইনের পূর্ণ ১৪ দিন বাড়িতে অবস্থান করুন। এসময় অপ্রয়োজনে বের হবেন না, কোলাকুলি, করমর্দন থেকে বিরত থাকুন। কারণ আপনি নিজেকে সুস্থ মনে করলেও ভাইরাসটির বহি:প্রকাশ ১৪ পর্যন্ত হতে পারে।

[৩] সেব্রিনা ফ্লোরা বলেন, প্রবাসীরা সরাসরি আইইডিসিআর এ পরীক্ষা করাতে ভিড় করবেন না। এতে আসা-যাওয়ার সময় অন্যদের মাঝে ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। এছাড়াও আপনাদের সুবিধার্থে প্রশাসনের সহযোগিতায় আপনারা বাড়ি থেকেই পাবেন প্রতিষ্ঠানটির সেবা।

[৪] প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ভাইরাসটির বিষয়ে সচেতন না হলে হোম কোয়ারেন্টাইনের বদলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে বাধ্য হব। আর সরাসরি প্রতিষ্ঠানে আসা বন্ধ না করলে আমরা পরীক্ষা করা বন্ধ করে দেব। আপনাদের কারণে দেশব্যপী যেন মহামারি ছড়াতে না পারে সে ব্যপাওে কঠিন পদক্ষেপ নেয়া হবে। কারণ একবার ভাইরাসটি মহামারি আকার ধারণ করলে তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।

[৫] তিনি বলেন, প্রতিবেশি ও গণমাধ্যম থেকে বিদেশ থেকে আগতদের অনেক তথ্য পাচ্ছি। তবে এ বিষয়ে পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবারের সকলের সুস্থতার স্বার্থে, সম্ভব হলে অন্যান্যদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে। প্রতিষ্ঠানে তথ্য দেয়ার মূল দায়িত্ব তাদেরই পালন করতে হবে।

[৬] তিনি আরও বলেন, সারাদেশে কোয়ারেন্টাইনে ভর্তি ২ হাজার ৩১৪ জন। গত ২৪ ঘন্টায় আইইডিসিআর’এ ৩৭০৬ টি কল আসে, এর মধ্যে করোনা সংক্রান্ত ৩৬৭১টি। এ পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হলে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত নতুন ২ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তারা জর্মান ও ইতালি থেকে এসেছে। জ্বর ও কাশি উপসর্গ দেখা দেয়ায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন তারা সুস্থ আছেন।

[৭] রবিবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় রোগতত্ত,¡ রাগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়