শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত দেশগুলো থেকে বিমানযোগে ঢাকা যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগ নেয়া হয়েছে, বললেন ওবায়দুল কাদের

আবুল বাশার নূরু ও সমীরণ রায় : [২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সরকারের পক্ষ থেকে এদের নিরুৎসাহিত করা হচ্ছে। গত শনিবার থেকে কঠোরভাবে বিষয়টি নিরুৎসাহিত করা হয়েছে এবং যাতে বিদেশ থেকে বিমানের মাধ্যমে আগামন নিয়ন্ত্রণ বা বন্ধ করা যায় তার ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক, উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের ভেতরেও উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। মহামারিতে রূপ নিয়েছে। এটা নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা আছে। জনগণের মধ্যে এ নিয়ে দুঃশ্চিন্তা আছে। এখন পর্যন্ত বিশ্বের ১৪৯টি দেশ আক্রান্ত হয়েছে। নতুন নতুন দেশ আক্রান্ত হচ্ছে।

[৩] তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকারের সব শাখা প্রস্তুত আছে। এর প্রভাবে স্কুল, কলেজ বন্ধের যে দাবি উঠেছে, এ বিষয়টি আমাদের উচ্চ পর্যায়ে আলোচনায়ও আছে। আমাদের ভাবনায়ও আছে। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। তবে করোনাভাইরাস মোকাবেলা কেবল মাত্র চীনকেই দেখছি নিয়ন্ত্রণ করছে। তারা কিভাবে কন্ট্রোল করতে পারছেন সে বিষয় শেয়ার করার জন্য আমাদের কাছে তাদের একটা চিঠি আসছে। তারা প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। এধরণের সংক্রামণ এবং বিস্তার রোধ করার জন্য সার্বিক সহযোগিতা সহানুভূতির হাত প্রসারিত করে চীন চিঠি দিয়েছে।

[৪] করোনা ভাইরাস মোকাবেলায় আওয়ামী লীগের প্রস্তুতির বিষয়টি তুলে ধরে কাদের বলেন, দেশে এখন পর্যন্ত আমরা প্রস্তুত। প্রথম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সরকার যেমন প্রস্তুত আমাদের দলকে প্রস্তুত করা হয়েছে। দেশবাসীকে সর্তক করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। আমাদের এখানে এখন পর্যন্ত সংক্রমিত হওয়ার ঘটনা নেই। যারা সয়ক্রমিত তারা বিদেশ থেকে এসছে। আগে যারা আসছে তাদের কোয়ারেন্টাইনে রেখে উপযুক্ত ব্যবস্থা নেয়া হচ্ছে।

[৫] তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আওয়ামী লীগের কমিটি গঠন প্রক্রিয়ায় ঘরোয়া কাজগুলো আরও গতি পাবে। ঘরোয়া কাজ করার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।

[৬] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুর কাজে চাইনিজ কর্মীদের কিছু কিছু ছুটিতে গেছে কিন্তু তার সংখ্যা খুব বেশি না। আমাদের এখানে ১ হাজার মতো চাইনিজ কর্মী কাজ করেন প্রকৌশলী এবং টেকনেশিয়ানসহ তার মধ্যে ছুটিতে গেছে ২৫০ জনের মতো, এদের মধ্যে কিছু চলে এসেছে। বাকিরা এই সময়ের মধ্যে না আসলে যদি তাদের আসা প্রলবিম্বত হয় তাহলে কিছু দেরি হলেও হতে পারে। তবে তাদের ছাড়া ৪টি স্প্যান বসানো হয়েছে। আমাদের ৪১টি স্প্যানের মধ্যে ২৬টি স্প্যান বসে গেছে। আগামী দুই মাস পর্যন্ত যদি এই অবস্থা অব্যহত থাকে তাতেও কোনো অসুবিধার হবে না। কাজ যথারিতি এগিয়ে যাবে। এই জুলাই মাসের ৪১টি স্প্যান বসে যাবে। এরপর অন্যান্য কাজ চলবে ২০২১ সালের জুন মাস আমরা টার্গেট দিয়েছি সেভাবেই কাজ চলছে।

[৭] রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের মুজিববর্ষ উদাযাপনকে ঘিরে সম্পাদক মন্ডলীর বৈঠক শেষ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

[৮] এসময় উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ- দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়