শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রাইস্টচার্চ মসজিদে হামলা: আজ সেই ভয়াল, বিভীষিকাময় ঘটনার এক বছর পূর্তি

ইসমাঈল আযহার: [২] নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলার এক বছর পূর্ণ হচ্ছে আজ ১৫ মার্চ। গত বছরের এই দিনেই শ্বেতাঙ্গ বন্ধুকধারী সন্ত্রাসী বেন্টন টরেন্ট ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে আল নূর ও লিনউড নামক দুটি মসজিদে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করে। নৃশংস এই হামলায় আহত হন দেড় শতাধিক। সূত্র:  আল জাজিরা, এএফপি, বিবিসি

[৩] এ ঘটনার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন মুসলিমদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হলেও এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে দেশটির মুসলিমরা।

[৪] তারা বলছে, অনলাইন থেকে শুরু করে বাস্তব জীবন—সব ক্ষেত্রেই বিদ্বেষমূলক মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে তাদের। উগ্র শ্বেতাঙ্গবাদীরা মুসলিমদের সংগঠনগুলোর ওপর নজর রাখছে। অনেক সময় সরাসরি হুমকিও দিচ্ছে। ফলে মুসলিমদের সব সময় সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে।

[৫] সাবেক আইনজীবী ও স্থানীয় মুসলিমদের নেত্রী আলিয়া ডানজেইসেন জানান, তার হাইস্কুল পড়ুয়া মেয়ে রয়েছে। তাদের স্কুলে পাঠানোর আগে প্রতিদিন ভোরে উঠে খবর শোনেন তিনি। মেয়েরা যেন বিশ্বের বিভিন্ন ঘটনা জানে এবং মুসলিম হওয়ার ফলে ওই ঘটনার কারণে হয়রানির মুখোমুখি হতে পারে—সেই মানসিক প্রস্তুতি নিয়ে স্কুলে যেতে পারে, সে জন্য তার এ সতর্কতা।

[৬] এদিকে করোনা আতঙ্কে জনসমাগমের কথা চিন্তা করে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ হামলার বর্ষপূর্তির স্মরণসভা বাতিল করা হয়েছে। আজ রবিবার ক্রাইস্টচার্চে জাতীয়ভাবে এই স্মরণসভা আয়োজন করার কথা ছিল। এ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, এটি একটি যথার্থ সিদ্ধান্ত। আমরা দুঃখিত এটি বাতিল করে। আমরা চাই না আরো কোন ক্ষতি হোক।

[৭] ওই হামলার সময় সেখানে ছিলেন বাংলাদেমের ক্রিকেটাররা। অনুশীলন শেষে জুমার নামাজ আদায় করতে আল নুর মসজিদে যান তামিম ইকবালরা। স্থানীয় এক ব্যক্তি মসজিদে যেতে নিষেধ করলে সেখান থেকে দৌড়ে পালান প্রাণে বেঁচে যান মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা। ক্রিকেটাররা ভয়ানক সেই মুহূর্তের স্মৃতিচরণ করেছেন।

[৮] তাইজুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা কখনই ভোলার নয়। প্রায় প্রতিদিনই ওই ঘটনা মনে পড়ে। এমন ভয়ানক অভিজ্ঞতা যে আর নেই আমাদের।’মুশফিকুর রহিম বলেন,  'আমি ওই দিনের কথা মনে করতে চাই না।'

[৯] আল নুল মসজিদে হামলার খবর প্রথম আসে স্থানীয় সময় দুপুর একটা ৪০ মিনিটের দিকে। সামনের দরজা দিয়ে বন্দুকধারী প্রবেশ করে এবং মাথায় স্থাপন করা ক্যামেরা দিয়ে পুরো হামলার ঘটনা সরাসরি ইন্টারনেটে প্রচার করে হামলাকারী। ২৮ বছর বয়সী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্টকে ফুটেজে দেখা যায়, নারী, পুরুষ ও শিশুদের ওপর ধারাবাহিক গুলি চালিয়েছে যাচ্ছে।

[১০] যে কোনো মুহূর্তে গুলি এসে বুক বিদীর্ণ করে দেবে, মাথা এফোঁড়ওফোঁড় করে দেবে- এমন শরীর অসাড় করে দেওয়া অনুভূতির স্মৃতি! চোখের সামনে প্রাণ বাঁচানোর আকুতিতে রক্তাক্ত মানুষের দৌড়ঝাঁপ, মাটিতে পড়ে থাকা গুলিবিদ্ধ মৃতদেহ আর বন্দুকের নল থেকে বাঁচতে বাসের ভেতর মাথা নিচু করে শুয়ে থাকার সেই মুহূর্ত ভুলে থাকতে চায় সবাই।

[১১] তখন নিউ জিল্যান্ডের একজন ইমাম বলেছিলেন, ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ হন্তারক। মুসলমানেরা আগেও এর শিকার হয়েছে। কানাডা, নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশেই ইসলাম বিদ্বেষের শিকার হয়েছেন অনেক মানুষ। কিন্তু ইসলাম বিদ্বেষ খুবই বাস্তব। এ মতাদর্শ মানুষের মানবতা ভুলে অযৌক্তিকভাবে মুসলমানদের সম্পর্কে ভীতি ছড়ায়। আমরা কী কাপড় পড়ি, কোন ধরণের খাবার খাই, যেভাবে আমরা নামাজ পড়ি আর যেভাবে নিজেদের বিশ্বাস আমরা লালন করি, তা সম্পর্কে ভীতি ছড়ায়। আমরা নিউজিল্যান্ডের সরকার এবং আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে আহ্বান জানাই হেটস্পীচ বা হিংসাত্মক বক্তৃতা ও ভয়ের রাজনীতির ইতি টানার জন্য যেন উদ্যোগ নেয়া হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়