শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় থাবায় ভারতে তৃতীয় ব্যক্তির মৃত্যু; দেশজুড়ে ভয়াবহ আতঙ্ক

ইসমাঈল আযহার: [২] ৭১ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব ভ্রমণ করে আসার পর গতকাল শনিবার তার মৃত্যু হল।নিউজ ১৮ উর্দু, এই সময়

[৩] হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ব্যক্তি উচ্চরক্তচাপ এই ডায়াবেটিসে ভুগছিলেন। তার নমুনা রাখা হয়েছে পরীক্ষার জন্য।

[৪] ৭১ বছর বয়সীয় ওই ব্যক্তিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে পরীক্ষা করলে তার করোনা ভাইরাস ধরা পড়ে এবং বিকাল ৪টা ২০ মিনিট নাগাদ মৃত্যু হয়।

[৫] এরআগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কর্নাটক এবং দিল্লিতে ২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪। তবে খবরে বলা হয়েছে, দেশটির বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে শনিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১০০ স্পর্শ করেছে।

[৬] করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে এবং ৫টি রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলকাতায় এমনিতেই করোনার আতঙ্কে বিভিন্ন অনুষ্ঠান, স্কুল-কলেজ, জাদুঘর, সায়েন্স সিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সিনেমা হল বন্ধ রাখার বিষয়টিও প্রশাসন বিবেচনা করছে।

[৭] ইতোমধ্যে বিশ্বের ১৩১টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২৫ জনের মৃত্যু হয়েছে। তবে এতে নেই কোনও চীনা নাগরিক। শুধু যে প্রাণহানি থেকে মুক্তি মিলেছে তা নয়, উহানসহ দেশটির অন্যান্য অঞ্চলে এই সময়ে নতুন করে কোনও ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। উল্টো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন আরও প্রায় ৩ হাজার নাগরিক। যার সংখ্যা বেড়ে ৭০ হাজার ছাড়িয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়