শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]২০ লাখ স্কুল ব্যাংকিং হিসেবে রয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা জানালেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক

অর্থনীতি ডেস্ক : [২] বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন শনিবার সাতক্ষীরায় স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

[৩] তিনি বলেন, মাত্র ১০০ টাকা জমা দিয়ে যেকোনো শিক্ষার্থী একাউন্ট খুলতে পারবেন। হিসাবধারীদের কোন সার্ভিস চার্জ নেই। শিক্ষার্থীদের জমাকৃত টাকার উপর আকর্ষনীয় মুনাফা দেওয়া হয়। তাছাড়া, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

[৪] অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন ও লিড ব্যাংক লোকাল পয়েন্ট ঢাকা ব্যাংক লিমিটেডের এসইডিবি মো. শাফকাত হোসেন। এছাড়া সাতক্ষীরা জেলার ২৮টি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক ও ২৮টি স্কুলের ২০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
[৫] প্রধান অতিথি ইসরাইল হোসেন বলেন, অনেক আগে থেকেই দেশে স্কুল ব্যাংকিং চালু হলেও ২০১৩ সাল থেকে এ ব্যাংকিং পদ্ধতি জোরালোভাবে শুরু করা হয়েছে। প্রত্যেক জেলায় লিড ব্যাংকিং পদ্ধতিতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চলছে।

[৬] অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন লিড ব্যাংক ঢাকা ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হুমায়ন কবীর ও রূপালী ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হামিদুল ইসলাম। আখতারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়