শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় পাওনা টাকা চাইতে গিয়ে মারপিট বসতবাড়িতে হামলা , শিশুসহ আহত ৪

রফিকুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি : [২] পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় শুক্রবার রাত ৯টায় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দুলালেরভিটা গ্রামের নয়া মিয়ার ছেলে সুজন মিয়া ও তার পরিবারের এক শিশুসহ ৪ জন আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা বসতবাড়িতে হামলা চালিয়েও ভাংচুর করে।
আহতরা হলো সুজন মিয়া, সুরুজ কবির, রেজাবুল হোসেন ও ইসমাইল হোসেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় সুজন মিয়া ও সুরুজ কবিরকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে মামলার অভিযোগকারি আব্দুল বারী ও তার পরিজনকে নানাভাবে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এছাড়া সন্ত্রাসীরা নিজেরাই নিজেদের বাড়ি ভাংচুর করে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের পায়তারা চালাচ্ছে।
সদর থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, একই গ্রামের সুরুজ কবির ও সুজন মিয়ার কাছে হাফিজার রহমান দীর্ঘদিন পূর্বে ২ লাখ ২০ হাজার টাকা ঋণ নেয়। এই পাওনা টাকা চাইতে গেলে হাফিজার রহমান ও তার ছেলে বেলাল হোসেন, হেলাল মিয়া এবং একই গ্রামের তাদের সন্ত্রাসী সহযোগী নায়েব উদ্দিনের ছেলে হাফিজার রহমান ও হাসেন আলী তাদের টাকা না দিয়ে এবং কথাকাটাকাটির এক পর্যায়ে সুজনের বাড়িতে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে এই মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটায়। এদিকে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়