শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০০, শীর্ষে মহারাষ্ট্র

ইয়াসিন আরাফাত : [২] ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।দেশটির কেন্দ্রীয় সরকারের দেয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ি এখনও পর্যন্ত ৮৪ জন এই ভাইরাসে আক্রান্তের কথা বলা হয়েছে। তবে দেশটির বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে শনিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১০০ স্পর্শ করেছে।এই সময়, কোলকাতা ২৪, সংবাদ প্রতিদিন

[৩] ভারতের মধ্যে মহারাষ্ট্র থেকে সর্বাধিক করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছি্লো। এর ২৪ ঘণ্টা যেতে না যেতে শনিবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ ছাড়া কেরালা থেকে মোট ২২জন এ ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়।

[৪] মহারাষ্ট্র ছাড়াও শনিবার রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরালা থেকে একজন করে নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

[৫] ভারতে মোট করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১০ জন সম্পূর্ণ সুস্থ এবং কর্নাটক এবং দিল্লিতে ২ জনের মৃত্যু হয়েছে।

[৬] উদ্ভূত এই পরিস্থিতিতে শনিবার করোনাকে 'অবহিত বিপর্যয়' হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

[৭] এদিকে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় দেশটির আরও ৫টি রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলকাতায় এমনিতেই করোনার আতঙ্কে বিভিন্ন অনুষ্ঠান, স্কুল-কলেজ, জাদুঘর, সায়েন্স সিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সিনেমা হল বন্ধ রাখার বিষয়টিও প্রশাসন বিবেচনা করছে।

[৮] এ ছাড়া পঞ্জাব, তেলেঙ্গানা, হিমাচলপ্রদেশ এবং গোয়াতেও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এর আগে কেরালা, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা এবং মণিপুরের মতো রাজ্য এই একই পদক্ষেপ গ্রহণ করেছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়