শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার থেকে একদিনে এলো ৫৫৬মেট্রিক টন পেঁয়াজ

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : [২] মিয়ানমার থেকে শনিবার একদিনে স্থানীয় ৬জন ব্যবসায়ীর কাছে৭টি ট্রলারে করে৫৫৬দশমিক৮৮৩মেট্রিকটন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে।চলতি মার্চ মাসে১১দফায় মিয়ানমার থেকে নৌপথে৭হাজার৫৩৩দশমিক২২১টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।তবে অন্যান্য বছরের তুলনায় চলতি অর্থবছরে (২০১৯-২০)পেঁয়াজের আমদানি অনেক বেশি।এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন।তিনি বলেন,গত বছরের ২৯সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত।এরপর ৩০সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পেঁয়াজ আসে।এরপর থেকে শনিবার বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে১লাখ ১৩হাজার৭৬২দশমিক৯১৩টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।বর্তমানে মিয়ানমারের প্রতিটন পেঁয়াজের শুল্কায়ন ৭০০ ডলার।সকালে স্থানীয় ব্যবসায়ী মুহসিনের৬৬দশমিক৭২৭;হাফেজের৪০দশমিক৩২৬; আইয়াজের৪২দশমিক১৮০;বাহদুরের৪৪দশমিক৭২৮;শুক্কুরের৫৪দশমিক৪৩৬;সেলিমের৩০৮দশমিক৪৪৭টন পেঁয়াজ স্থলবন্দরে আসে।তিনি আরও বলেন,মিয়ানমার থেকে স্থানীয় ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানির পাশাপাশি অন্যান্য পণ্য বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন)জসিম উদ্দিন বলেন,আমদানি করা পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করা হচ্ছে।শনিবার রাত ৮টা পর্যন্ত ৪২টি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়