শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার): [২] কক্সবাজারের টেকনাফ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে বাস স্টেশন নিউ গ্রীণ গার্ডেন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।নব-গঠিত টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহদাত হোসেন ও যুগ্ম সম্পাদক মো. আলীর যৌথ পরিচালনায় টেকনাফ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল।প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সি. সহ-সভাপতি ও সাবেক সাংসদ এটিএম নুরুল বশর চৌধুরী।প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী,দফতর সম্পাদক ইউসূফ বদরী,সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাবলুসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।
সভায় বক্তারা বলেন,দেশে এখন বিচার বিহীন শাসন ব্যবস্থা এবং উন্নয়নের নামে চাঁদাবাজি চলছে।মানুষ নিরাপদে ঘরে থাকতে পারছেনা।খুন,ঘুম, হত্যা ও ধর্ষনের পাশাপাশি গুজবের দেশে পরিণত হয়েছে।কয়েক দূর্নীতিবাজদের আটক করলেও কতিপয় এমপি, মন্ত্রীরা এখনো বহাল তবিয়তে রয়েছে।আওয়ামীলীগের বড় বড় নেতাদের বাড়ীতে এক একটি বড় টাকার ব্যাংক।অথচ তাদের দূর্নীতি আওয়ামী সরকারের চোখে পড়ে না।জনগনের আপোষহীন নেত্রীকে অহেতুক বাকশাল আওয়ামীলীগ সরকার বন্ধী করে রেখেছে। খালেদা জিয়াকে ভয় পায় বলে মামলায় জামিন বা খালাস পেলেও ভিন্ন মামলায় দেখিয়ে আটকে রেখেছে।জনগনই অহিংস আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে জেল থেকে বের করবে।এজন্য বিএনপি ঘরনার সকল নেতাকর্মীকে ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র ঘোষিত আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
সভা সমাপ্তিকালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।উক্ত সভা শেষে সকল নেতাকর্মীদের মাঝে মহ্নভোজ পরিবেশন করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়