শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস আতঙ্কে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে বুয়েট ও ঢাবি’র শিক্ষার্থীরা

মাজহারুল ইসলাম : [২] বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করলেও, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর অর্থনীতি ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করেছে। ওই দুই বিশ^বিদ্যালয়ে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

[৩] বুয়েট সূত্রে জানা যায়, প্রত্যেক বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভরা (সি আর) গত শুক্রবার রাতেই এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের এ সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেননি।

[৪] তবে শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রাখবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়নি।

[৫] বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, অধিকাংশ বিভাগেই শিক্ষার্থীরা ক্লাসে আসেননি। তবে ঠিক কি কারণে ক্লাসে আসেনি, সেটা বলতে পারব না। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে গত বৃহস্পতিবার। রেওয়াজ আছে প্রতিযোগিতার পরদিন শিক্ষার্থীরা ক্লাসে আসে না। এবারও কি ক্রীড়া প্রতিযোগিতার কারণে না করোনার আতঙ্কে সেটা পরবর্তী ক্লাসের দিন বোঝা যাবে।

[৬] ঢাবি’র অর্থনীতি ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা জানিয়েছে, সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে জনসমাগম এড়িয়ে চলতে অনলাইনে ভোটের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থনীতি বিভাগে চলমান মিডটার্ম পরীক্ষাও বর্জন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়