শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ বিমানের ২১৮টি ফ্লাইটের ১৫০টি বাতিল, আন্তর্জাতিক ১৭টি রুটের ৫টি স্থগিত

লাইজুল ইসলাম : [২] কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জাড়ি করেছে। তবে এসব দেশ শুধু বাংলাদেশের সঙ্গে নয় অন্যান্য দেশের উড়োজাহাজ চলাচল বন্ধ করেছে। আর নেপাল অন অ্যারাইভাল ভিসা বন্ধ করায় বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

[৩] বিমানের সিইও বলেন, সৌদি আরবের সিদ্ধান্তের কারনে ১৫ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।

[৪] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এই প্রতিবেদককে বলেন, বর্তমানে মাত্র যাওয়া আসা মিলিয়ে মাত্র ৬৮টি ফ্লাইট চলমান রয়েছে। ধীরে ধীরে আন্তর্জাতিক রুট বন্ধ হয়ে যাচ্ছে। এতে চাপ বাড়ছে বিমানের ওপর। আরো বেশ কিছু রুট বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন এই কর্মকর্তা।

[৫] মোকাব্বির বলেন, এতে লোকসানের পরিমান ধীরে ধীরে বাড়ছে। যেসব রুট বন্ধ হয়েছে ও ফ্লাইট বাতিল করতে হয়েছে, সেসবের জন্য ইতমধ্যে এই মাসে আনুমানিক আড়াইশো কোটি টাকা ক্ষতির পরিমান ছাড়িয়ে যাবে। সামনে রুট বন্ধ হলে ক্ষতির পরিমান আরো বাড়বে।

[৬] ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের রুট বাড়ানোর চিন্তা ছিলো। কথাও হচ্ছিলো বিভিন্ন দেশের সঙ্গে। করোনার প্রভাবে সব স্থীতিসবস্তায় আছে। এখনতো সারা বিশ্বের অবস্থাই খারাপ।

[৭] বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের জণসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, আবুধাবি, দুবাই, মাস্কাট, থাইল্যান্ড, লন্ডন, ম্যানচেষ্টার, কুয়ালালামপুর, সিংগাপুর, হংকংসহ বেশ কিছু রুট আমাদের চলমান আছে। তবে এসব দেশের সঙ্গে চলাচল ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা কমে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়