শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ছড়িয়ে পড়ার কারণে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে ৬১ টি দেশ

মেহেরুবা শহীদ: [২] আফ্রিকা, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার এর মধ্যে দেশব্যাপী স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ৩৯টি রাষ্ট্র। যার প্রভাব পড়েছে ৪২ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৪৬২ শিক্ষার্থীর ওপর। এদের মধ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ৩৫ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৬৮২ আর বিশ্ববিদ্যালয় পড়ুয়ার সংখ্যা ৬ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৭৮০। ইউনেস্কো

[৩] এদিকে স্থানীয় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে বাকি ২২ টি রাষ্ট্র। যার ফলে ঐ সব দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৮ কোটি ৫৯ লাখ ৮ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ৫৭ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৬৬০ আর বিশ্ববিদ্যালয় পড়ুয়ার সংখ্যা ৮ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ২৮৭ জন।

[৪] বন্ধ ঘোষণার কারণে ছাত্রছাত্রীরা সরাসরি উপস্থিত হতে পারছেনা বলে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানই অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করেছে।

[৫] দেশব্যাপী বন্ধের নির্দেশনা দেয়া এই ৩৯টি রাষ্ট্রের মধ্যে রয়েছে অ্যালবেনিয়া, আলজেরিয়া, আজেরবাইজান, বলিভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, চীন (হংকং ও ম্যাকাওসহ), চেক প্রজাতন্ত্র, সাইপ্রাস, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া, ইকুয়েডর, এল সালভেদর, জর্জিয়া, গ্রিস, হন্ডুরাস, ইসলামিক রিপাবলিক অব ইরান, ইরাক, আয়ারল্যান্ড, ইসরাইল, ইতালি, জামাইকা, জাপান, কুয়েত, লাটভিয়া, লেবানন, মোঙ্গোলিয়া, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পানামা, প্যারাগুয়ে, পোল্যান্ড, কাতার, রিপাবলিক অব কোরিয়া, রিপাবলিক অব মলডোভা, রোমানিয়া, সৌদি আরব, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত।

[৬] আর স্থানীয় স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দেয়া বাকি ২২টি রাষ্ট্রের মধ্যে রয়েছে আফগানিস্তানের ৩টি প্রদেশ, আরজেন্টিনার মেসিনেস প্রদেশ, ভারতের কয়েকটি প্রদেশের কয়েকটি জেলা ও শহর, পাকিস্তানের সিন্ধু প্রদেশ, ভুটানের ৩টি জেলা, ব্রাজিলের ফেডারেল জেলা ও সাও পাওলো রাজ্য, কম্বোডিয়ার একটি প্রদেশ, ক্রোয়েশিয়ার কাউন্টি অব ইস্ট্রিয়া, ডেনমার্কের উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠান, ফ্রান্সের হাউট-রিন অঞ্চলসহ বেশ কিছু শহরের নির্বাচিত স্কুল, জার্মানির কয়েকটি রাজ্য, হাঙ্গেরির সব বিশ্ববিদ্যালয়, ফিলিস্তিনের পশ্চিম তীর, ফিলিপাইনের কয়েকটি প্রদেশ, অঞ্চল ও শহর, পর্তুগালের দুইটি পৌরসভা ও সারা দেশে নির্বাচিত স্কুল ও বিশ্ববিদ্যালয়, রাশিয়ান ফেডারেশনের লিপেটস্ক ওব্লাস্টের সব স্কুল, স্লোভাকিয়ার কয়েকটি অঞ্চল ও শহর, স্পেনের মাদ্রিদের সব স্কুল ও বাস্ক দেশের কয়েকটি শহর, সুইজারল্যান্ডের টেসিন ক্যান্টনের সব মাধ্যমিক বিদ্যালয়, জুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের ৪ শহরের নির্বাচিত স্কুল, যুক্তরাস্ট্রের ১২ টি রাজ্য, ভিয়েতনামের বেশ কয়েকটি প্রদেশ, অঞ্চল ও শহররের সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়